Friday, July 4, 2025
HomeScrollজানালায় আগুন লাগিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি

জানালায় আগুন লাগিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি

Follow Us :

বেলডাঙা: অভিনব কায়দায় ডাকাতি হল বেলডাঙায়। বেলডাঙা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এক কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ির জানালায় আগুন লাগিয়ে ডাকাতির অভিযোগ উঠল। ওয়াসিকুর রহমান নামে ওই ব্যবাসায়ী প্রাণভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লে তাঁকে মারধর করে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ব্যবসার নগদ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ওই ব্যাবসায়ীর বাড়ি পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ির কিছু জিনিস পুড়ে গিয়েছে। গতকাল ডোমকল হাট থেকে ব্যবসা গুটিয়ে বাড়ি ফিরেছিলেন ওয়াসিবকুর রহমান। তাঁর কাছে প্রচুর নগদ টাকা রয়েছে অনুমান করে তাঁর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় চার দুষ্কৃতী। এরপর বাড়ির নীচের তলায় একটা খোলা জানালায় কেরোসিনে পাটকাঠি ভিজিয়ে আগুন ধরিয়ে জানালা দেওয়া হয় বলে অভিযোগ। সেইসময় নীচের তলায় ব্যবসার টাকা গুনছিলেন ওই ক্ষুদ্র ব্যবসায়ী। আগুন দেখে ওই ব্যবসায়ী বেগতিক বুঝে বাড়ি থেকে বের হতেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর বাড়িতে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি

আগুন দেখে ওই বাড়ির দোতলা থেকে পরিবারের লোকেরা চিৎকার শুরু করলে এলাকার লোকজনকে আসতে দেখে নগদ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39