Friday, July 4, 2025
Homeরাজ্যঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে মরিয়া দুই ফুলের দুই প্রার্থী

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে মরিয়া দুই ফুলের দুই প্রার্থী

কমিশনের কাছে প্রথম দফাই ড্রেজিংয়ের অনুমতি চেয়েছে রাজ্য

Follow Us :

ঘাটাল: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে মরিয়া দুই ফুলের দুই তারকা প্রার্থী। ফি বছর বন্যা ডুবে যায় ঘাটাল দাসপুর সহ পার্শবর্তী এলাকা, জল যন্ত্রনায় ভুগতে হয় ঘাটালের বাসিন্দাদের। ভোট আসে ভোট যাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দেই ঘাটালের মানুষকে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও। বহু বছর কেটেছে কিন্তু দুর্যোগের সময় দুর্ভোগ কাটেনি ঘাটালের বাসিন্দাদের। তাদের দীর্ঘদিনের দাবি, এই মাস্টার প্ল্যান হলে তারা বন্যা থেকে মুক্তি পাবে। তবে ৬০ বছর ধরে এই প্ল্যান এখনও কার্যকর হয়নি। ২০২৪ সালে দাঁড়িয়ে বর্তমান রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরামবাগের সভা থেকে ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথা। নির্বাচন ঘোষণা হয়ে যাবার ফলে কমিশনের কাছে প্রথম দফাই ড্রেজিংয়ের অনুমতি চেয়েছে রাজ্য। ফলে এখন শুধু কমিশনের ছাড়পত্র পাওয়ার পালা,যা পাওয়া গেলেই শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। তবে দ্রুত কাজ শুরু না হলে আবারও বর্ষায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার একাধিক এলাকা জলমগ্ন হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে তৃণমূলের শতাব্দী

মাস্টার প্ল্যান কার্যকর করে তুলতে মরিয়া রাজ্য সরকার। ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের গলায় শোনা যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে, ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি করেছে মাস্টার প্ল্যান শুরুর করার জন্য। যদিও দেবের (Dev) এই কথা এবং রাজ্যের এই চিঠি দেওয়ার প্রসঙ্গকে কটাক্ষ করেন বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। হিরণের দাবি, নির্বাচন কমিশন ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প করতে পারে বলে?, নির্বাচন কমিশনের কাজ হল তাঁদের ভোট করানো, তাহলে নির্বাচন কে করাবে পশ্চিমবঙ্গ সরকার? ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার প্রসঙ্গকে ভোটের সময় চমক বলে দাবি সাধারণ মানুষের।

অন্যদিকে ঘাটাল মাস্টার প্যান রুপায়ন সংগ্রাম কমিটির যুগ্মসম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, এই কাজের খানিকটা অংশ নদী সংস্কারের কাজ হবে,যদি কেউ টেন্ডার অংশগ্রহণ করে তাহলে কাজ শুরু হবে। তবে নির্বাচনকে হাতিয়ার করে কতটা কার্যকর হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ সেটার দিকেই তাকিয়ে দুই জেলার মানুষজন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39