Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅনুব্রত-হীন বীরভূমে বিজেপি দুই প্রার্থীর মনোনয়ন
Loksabha Election 2024

অনুব্রত-হীন বীরভূমে বিজেপি দুই প্রার্থীর মনোনয়ন

দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন

Follow Us :

বীরভূম: একই কেন্দ্রে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন দাখিল। বীরভূম লোকসভা (Birbhum Lok Sabha) কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরের (BJP candidate Debashish Dhar)। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে তিনি। ২০২৪-এর ভোটে তাৎপর্যপূর্ণ কেন্দ্র হল বীরভূম। অনুব্রত মণ্ডল-হীন বীরভূমে তৃণমূল এবার ক্ষমতা ধরে রাখতে পারে কি না তা যেমন একদিকে সকলের নজরে। আর এইসবের মাঝেইএরইমধ্যে বীরভূম কেন্দ্রে বিজেপি দুই প্রার্থীর মনোনয়ন দাখিল করল। এবার ফের প্রশ্ন উঠল দেবাশীষ ধরকে নিয়ে? তাহলে কি এবার দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হতে চলেছে।

আজ বীরভূম জেলাশাসকের দফতর আরও এক বিজেপি নেতা মনোনয়ন (Nominations) দাখিল করলেন। বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য (BJP leader Devatanu Bhattacharya)। যিনি রাঢ়বঙ্গের কো কনভেনর। তিনি আজকে বিজেপির হয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছেন। যদিও মনোনয়ন দাখিল করে তিনি বলেছেন , দল তাকে নির্দেশ দিয়েছে সেই কারণে তিনি মনোনয়ন দাখিল করেছেন। পাশাপাশি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,” আমরা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। মুখ্যমন্ত্রী যেভাবে কলকাঠি নাড়ছে তার জন্য বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম।

আরও পড়ুন: মুর্শিদাবাদে বাম-কংগ্রেসের মিছিলে বোমা

উল্লেখ্য গত ২৩ তারিখ বীরভূমের হাসন এলাকায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে মন্তব্য করেন যে, প্রাক্তন আই পি এস দেবাশীষ ঘরকে এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোন ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আর আজ এই বক্তব্যের পরেই ফের, বিজেপির আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেকেই মনে করছেন তাহলে সেক্ষেত্রে কি দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হতে পারে ? সে কারণেই এমন সন্দেহ করেই বিজেপি নেতৃত্বে তরফে আরও এক প্রার্থীর মনোনয়ন দাখিল করে রাখা হল। সেক্ষেত্রে দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল হলেও, দেবতনু ভট্টাচার্য বিজেপির সিম্বলে বীরভূম লোকসভা কেন্দ্রে লড়াই করবেন।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular