skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যমুর্শিদাবাদে বাম-কংগ্রেসের মিছিলে বোমা
Loksabha Election 2024

মুর্শিদাবাদে বাম-কংগ্রেসের মিছিলে বোমা

ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Follow Us :

মুর্শিদাবাদ: ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বাম কংগ্রেস জোটের মিছিলে বোমা হামলার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানার নজরানা পানিপিয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের (CPM candidate Mohammed Saleem) হয়ে প্রচার করছিল বাম কংগ্রেস কর্মীরা।

হটাৎ সেই সময় মিছিলের পিছনে আচমকা বোমা মারার ঘটনা ঘটে। বোমা হামলার অভিযোগের তৃণমূলের দিকে। যদিও এই হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন বাম কংগ্রেস কর্মীরা।  গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর ওই এলাকায় পৌঁছায় রানীনগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁচাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুরো এলাকা এখনও থমথমে রয়েছে। তবে রানীনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার ‌করেছে। তাদের দাবি,এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেও জড়িত নেই।

আরও পড়ুন: দ্বিতীয় দফা ভোটে যেন কোনও হিংসা না হয়, কড়া বার্তা কমিশনের

প্রসঙ্গত, বুধবার রাতে মোনাইকান্দরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অদূরে বিস্ফোরণের পর বিস্ফোরনে উড়ে যাওয়া একটি মানুষের আঙ্গুল উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় কত জন আহত হয়েছে তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দা সহ পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ মোনাইকান্দরা গ্রামের সেখ আলিবীন্না নামের যুবক। তার পরিবারের দাবি, বিস্ফোরণে তার দুটি হাত উড়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে কি উদ্দেশ্যে গ্রামে বোমা বাঁধা হচ্ছিল তার তদন্ত সহ আহতদের খোঁজে তল্লাশি শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। ভোটের নির্ধারিত বুথের ৫০ মিটারের কাছে এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular