হৃদরোগে আক্রান্ত ক্রিস কেইর্নস| অস্ট্রেলিয়ার হাসপাতালে চিকিৎসাধীন| রয়ছেন লাইফ সাপোর্ট| এই খবরেই আতঙ্কিত বিশ্ব ক্রীড়ামহল|
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় থাকাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ৫১ বর্ষীয় প্রাক্তন তারকা নিউজিল্যান্ড ক্রিকেটার| হসপাতালে ভর্তি করা হলে, বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয় তাঁর| কিন্তু চিকিৎসায় আশানুরুপ সারা দিচ্ছেন না প্রাক্তন কিউই তারকা| এরপরই ক্যানবেরা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকৎসকরা|
নিউ জিল্যান্ডের হয়ে বহু ম্যাচ জয়ের নায়ক তিনি| ২০০০ সালে আইসিসি নক আউটের ফাইনালে তাঁর দাপটেই হেরে গিয়েছিল ভারত| তাঁর দুরন্ত শতরানে ভারতকে হারিয়ে মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত|
নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্টের পাশাপাশি ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন ক্রিস কেইর্নস| দুটো টি টোয়েন্টিও রয়েছে তাঁর ঝুলিতে| কিন্তু সেই তারকার লাইফ সাপোর্টে থাকার খবরেই সকলে আতঙ্কিত|
যদিও নিউজিল্যান্ড বোর্ড কিম্বা প্লেয়ার্স ইউনিয়নের তরফে এখনই কেউ মন্তব্য করতে চাননি| ক্রিস কেইর্নসের দ্রুত আরোগ্য কামনায় সকলে|