Wednesday, July 2, 2025
HomeScrollআগামী সপ্তাহ পর্যন্ত চলবে রাজ্যে বৃষ্টি, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা
Weather Updates

আগামী সপ্তাহ পর্যন্ত চলবে রাজ্যে বৃষ্টি, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

Follow Us :

কলকাতা: আগামী সপ্তাহ পর্যন্ত চলবে রাজ্যে বৃষ্টি। বিবৃতি জারি করে তেমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে সারা রাজ্য। বেশ কয়েকটি জেলার জন্য কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়ার এই পরিস্থিতির জন্য ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাকেই দায়ী করেছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছেন, বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় বাংলায়। পাশাপাশি উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। একই সঙ্গে, অন্য একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে রয়েছে। এই তিন কারণেই রাজ্যের বেশির ভাগ জেলায় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: চতুর্থ দফায় ক্রিটিক্যাল পোলিং স্টেশন কত? জানাল কমিশন

শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর (Kalboisakhi) পূর্বাভাস। কলকাতা সহ সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির (Thunderstorm Forecast) পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Forecast)। কয়েকদিনের বৃষ্টির হাত ধরেই কমছে তাপমাত্রা।

শুক্রবার শহরের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর। তাপমাত্রা ৩২ থেকে ২২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রাজ্যের ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বেশিরভাগ জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ থাকবে। শুক্রবার বিকেলের পর কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। থাকবে বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। কংক্রিটের ছাদের নীচে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39