Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যচতুর্থ দফায় ক্রিটিক্যাল পোলিং স্টেশন কত? জানাল কমিশন
Election Commission

চতুর্থ দফায় ক্রিটিক্যাল পোলিং স্টেশন কত? জানাল কমিশন

৮ লোকসভা কেন্দ্রে ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন

Follow Us :

কলকাতা: আগামী ১৩ মে চতুর্থ দফার ভোট (4th Phase Bengal Lok Sabha Elections)। এইদিন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আগামী ১৩ মে, রাজ্যে চতুর্থ দফার লোকসভা ভোটে প্রায় ২৩.৫% এবং ২০ মে, পঞ্চম দফায় ৫৭.১৯% বুথই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শুত্রবার ৮টি লোকসভা কেন্দ্রের ক্রিটিক্যাল পোলিং স্টেশনের (Critical Polling Stations) সংখ্যা প্রকাশ করল কমিশন। সেই অনুযায়ী, মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৫,৫০৭। তারমধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন হল ৩৬৪৭টি।

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী-

  • বহরমপুর: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৮৭৯, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৫৫৮টি।
  • কৃষ্ণনগর: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৮৪১, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৩৩৮টি।
  • রানাঘাট: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৯৮৩, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৪১০টি।
  • বর্ধমান পূর্ব: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৯৪২, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৩০১টি।
  • বর্ধমান-দুর্গাপুর: মোট পোলিং স্টেশনের সংখ্যা ২০৩৯, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৪২২টি।
  • আসানসোল: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৯০১, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৩১৯টি।
  • বোলপুর: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৯৭৯, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৬৫৯টি।
  • বীরভূম: মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৯৪৩, তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ৬৪০টি।

আরও পড়ুন: নজরকাড়া মিছিল নিয়ে মনোনয়ন পেশ অভিষেকের

পাশাপাশি, আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোট হবে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, ওই আসনগুলির মোট বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১টি। তার মধ্যে ৭৭১১টি বুথই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ বুথের নিরিখে সবার শীর্ষে আছে হুগলি। তারপরেই রয়েছে আরামবাগ কেন্দ্রের নাম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যা অনুযায়ী বাড়বে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সংখ্যাও। চতুর্থ দফায় মোট ৫৯৬ কোম্পানি বাহিনী থাকবে। তারমধ্যে ব্যবহার হবে ৫৭৮ কোম্পানি বাহিনী। পাশাপাশি, ৩৩ হাজার ৪৭১ জন রাজ্য পুলিশের কর্মীকেও মোতায়েন করা হবে। পঞ্চম দফায় মোট ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারমধ্যে ৬১৩ কোম্পানি বাহিনী ব্যবহার করার পরিকল্পনা আছে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, আজ শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনেই একাধিক কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন। ষষ্ঠ পর্যায়ে মনোনয়ন জমা শেষে কমিশনের রিপোর্ট অনুযায়ী, তমলুক ৯, কনটাই ৯, ঘাটাল ৭, ঝাড়গ্রাম ১৩, মেদিনীপুর ৯, পুরুলিয়া ১২, বাঁকুড়া ১৩ এবং বিষ্ণুপুরে ৭ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। মোট ৭৯ জন প্রার্থী আজ মনোনয়ন জমা দিয়েছে। আগামী ১ জুন সপ্তম দফার দমদম ৭, বারাসাত ৩, বসিরহাট ৪, জয়নগর ৫ জন, ডায়মন্ড হারবার ৬, কলকাতা দক্ষিণ ৭ এবং উত্তরে ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। সপ্তম দফার ভোটের প্রার্থীদের মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ মে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular