কলকাতা: রেস্তোরাঁ-কাণ্ডে টেকনোসিটি থানাতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন রেস্টুরেন্টের ম্যানেজার। পাল্টা অভিযোগ জানাতে থানাতে সোহম চক্রবর্তী।
রেস্তোরাঁর মালিকের সোহমের বিরুদ্ধে ‘দাদাগিরি’-র অভিযোগ তুলেছেন। সোহম চক্রবর্তীর (Sohom Chakraborty) বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন রেস্টুরেন্টের ম্যানেজার। পরে সোহম এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো তাঁর উচিত হয়নি বলে জানান তিনি। তবে ওই রেস্তরাঁর মালিক তাঁর দেহরক্ষীকে কটু কথা বলেছেন বলে দাবি করেছেন সোহম। একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।
আরও পড়ুন: সাদা-কালোতে লাস্যময়ী অনিন্দিতা
সাপুরজির একটি রেস্তরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Sohom Chakraborty) বিরুদ্ধে।
নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম । অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা শুনে মাথা ঠান্ডা রাখতে না পেরে নিউটাউনের একটি রেস্তরাঁয় শুটিংয়ের মাঝেই বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা। রেস্তরাঁয় মালিকের সঙ্গে হাতাহাতি শুরু হয় তাঁর। বন্ধ হয়ে যায় শুটিং, ফ্লোর ছেড়ে বেরিয়ে যান সোহম।
অন্য খবর দেখুন