বোলপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শান্তিনিকেতনে (Santiniketan) খোয়াইয়ের জমির চরিত্র বদল করার কাজ চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ (Police) কাজ বন্ধ করল। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা।
সুপ্রিম কোর্টের নির্দেশ রূপপুর গ্রাম পঞ্চায়েত, এসএসডিএ এবং বোলপুর পুরসভার অধীনে ১১ টি মৌজায় কোনও নির্মাণ (Construction) করা যাবে না। দেশের শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে শান্তিনিকেতনের অমর্ত্য সেনের বাড়ি থেকে কিছুটা দূরে বল্লভপুর অভয়ারণ্য খোয়াই এলাকায় জেসিবি মেশিন দিয়ে খোয়াই অঞ্চল জমির চরিত্র বদল করছিল কিছু জমি মাফিয়া। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
আরও পড়ুন: আমেরিকায় ফের ভারতীয়ের মৃত্যু
ইতিমধ্যেই খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করেছে। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দখল নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন। তার বরাবরই প্রিয় জায়গা শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনের অমর্ত্য সেনের বাড়ির অদূরে খোয়াইয়ের জমির চরিত্র বদল করার নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে।
আরও খবর দেখুন