হারারে: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পরের ম্যাচে স্বমহিমায় ভারত। জিম্বাবোয়েকে ১০০ রানের বড় ব্যবধানে হারাল ভারত। এদিন আবারও নজর কাড়েন রবি বিষ্ণোই। ইকোনমিকাল থাকেন এবং উইকেটও নেন। তাঁর বোলিং ফিগার ৪-০-১১-২। আভেশ খান এবং মুকেশ কুমার নেন ৩টি করে উইকেট। জিম্বাবোয়ে ব্যাটারদের মধ্যে ওয়েসলি করেন সর্বোচ্চ ৪৩ রান।
এদিন হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই ঝোড়ো শতরান করেন অভিষেক শর্মা। ৪৭ বলে ১০০ রানের ইনিংসের মধ্যে ছিল ৭টি বাউন্ডারি এবং ৮টি ওভারবাউন্ডারি। তবে শতরান করার ঠিক পরেই আউট হয়ে যান তিনি। তবে এরপরও ব্যাট হাতে শাসন করে যান ঋতুরাজ গায়কোয়াড় এবং রিঙ্কু সিং। ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত থেকে যান ঋতুরাজ। অন্যদিকে, ২২ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। মারেন দুটি বাউন্ডারি এবং পাঁচটি ওভারবাউন্ডারি। তবে ব্যাট হাতে এদিন ব্যর্থ ভারত অধিনায়ক শুভমান গিল। মাত্র ২ রানে তাঁকে প্যাভিলিয়নে ফেরান জিম্বাবোয়ের বোলার মুজারবানি।
অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা হন অভিষেক শর্মা।
অন্য খবর দেখতে ক্লিক করুন: