নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ইডি-র (ED) গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার সেই মামলায় রায় দেবে সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna) এবং বিচারপতি দীপঙ্কর দত্তের (Justice Dipankar Dutta) এই রায় দিতে চলেছে।
এই মামলার শুনানিতে ইডিকে ফাইল জমা দিতে গিয়ে শীর্ষ আদালত বলে, মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) গ্রেফতারির পর এবং তাঁর জামিন না-মঞ্জুর করার পর এবং কেজরিওয়ালের গ্রেফতারির আগে সাক্ষীদের বয়ান দেখতে চাই।
আরও পড়ুন: আম্বানিদের অনুরোধেই মুম্বই যেতে হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু (SV Raju) জানান, হাওয়ালা লেনদেনের আরও প্রমাণ পাওয়া গিয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছে। আদালত প্রশ্ন করে, কেজরিওয়ালকে গ্রেফতার করার সময় সেসব জানানো হয়েছিল কি না। তাতে রাজু বলেন, তদন্তকারী সংস্থার অভিযুক্তকে সমস্ত তথ্য দেওয়ার কথা নেন। তাতে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কেন কারণ দেখানো হবে না, তাহলে তিনি চ্যালেঞ্জ করবেন কী করে।
এর মধ্যে চার্জশিট পেশ করেছে ইডি যেখানে ১০০ কোটি টাকার দুর্নীতিতে কেজরিওয়ালের সরাসরি যোগাযোগ থাকার দাবি করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল জানান, আবগারি দুর্নীতিতে সহ-অভিযুক্ত বিজয় নায়ার দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের হয়ে কাজ করতেন, তাঁর হয়ে নয়।
দেখুন অন্য খবর: