খাতড়া: বাঁকুড়ার (Bankura) খাতড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য বিজেপির টুইটের পাল্টা টুইট করল বাঁকুড়া জেলা পুলিশ (Bankura District Police)। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক খুন নয়, গাছ কাটাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে পুলিশের দাবি।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির। পরে ওই দিন রাতে বিজেপির (BJP) তরফে বঙ্কু মাহাতো তাদের কর্মী এবং তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার হয়। বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে আছে।
আরও পড়ুন: ঢোলাহাট থানায় আবুকে শক দেওয়া হয়েছিল, আদালতে দাবি আইনজীবীর
মৃতের দুই ছেলে জনার্দন মাহাতো, সনাতন মাহাতোদের দাবি, গাছকে ইস্যু করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই বাবাকে খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল যুক্ত বলেও তাঁরা দাবি করেন। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নোংরা রাজনীতি করছে। শরিকি ঝামেলার জেরেই ওই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
যদিও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পুলিশ এই ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ যতই আড়াল করার চেষ্টা করুক, খুনের ঘটনায় যুক্ত তৃণমূল কর্মীদের আড়াল করা যাবে না বলে তিনি দাবি করেন।
দেখুন অন্য খবর: