Friday, July 4, 2025
HomeScrollবর্ধমান জুড়ে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রন্তের সংখ্যা
Dengue

বর্ধমান জুড়ে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রন্তের সংখ্যা

Follow Us :

কলকাতা: কালনায় ডেঙ্গি আক্রান্ত ১৪ জন, ম্যালেরিয়ায় আক্রান্ত পাঁচজন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কালনা হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের রোগী ভর্তির সংখ্যা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ জ্বর নিয়ে রোগী ভর্তি রয়েছেন মোট ২৯ জন। যাঁদের মধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪। একইসঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি পাঁচজন।

রোগীরা জানাচ্ছেন, তীব্র জ্বর সেইসঙ্গে মাথায় ব্যথা, পেটে ব্যাথা উপসর্গ রয়েছে তাঁদের। তবে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলে। উল্লেখ্য, বুধবারই কালনা মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর একজনের মৃত্যু হয়েছিল। তিনি এনএস১ (NS1) পজেটিভও ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এ প্রসঙ্গে সুপার চন্দ্রশেখর মাইতি সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

আরও পড়ুন: ফের বাড়ল গ্য়াসের দাম, কলকাতায় কত?

এদিকে বর্ধমানেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্ধমান শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১-এ। একইসঙ্গে গোটা জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪৪ জন। জানুয়ারি মাস থেকে ৩১ তম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৯। ১০৫ জন ডেঙ্গি থেকে মুক্ত হয়েছেন।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39