জীবনতলা: ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। এবার জীবনতলা থানার দক্ষিণ কুমিরমারী গ্রামে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃত ওই দুই শিশুর নাম সামির মোল্লা(২) ও উচ্চিবা মোল্লা(৬)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পরে ওই দুই শিশু। সেই সময় ঘুমোচ্ছিলেন দুজনেই। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে। তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে বাংলাদেশ সেনা
পরিবারের দাবি, আবাস যোজনা নাম থাকলেও আজও পর্যন্ত তাঁরা সেই আবাসের ঘর পাননি। যদি আবাস যোজনার ঘর পেতেন তাহলে এমন দুর্ঘটনার ঘটতো না বলে দাবি করেন মৃত দুই শিশুর পরিবার। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দেখুন আরও অন্যান্য খবর: