Sunday, August 31, 2025
HomeScrollআড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা দফতর থেকে বের হলেন অর্জুন সিং

আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা দফতর থেকে বের হলেন অর্জুন সিং

শুভজিৎ সিং, ব্যারাকপুর: দীর্ঘ আড়াই ঘন্টা পর জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা দফতর (Intelligence Department) থেকে বের হলেন অর্জুন সিং। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় ব্যারাকপুরের (Barrackpur) প্রাক্তন সাংসদ (EX Mp) অর্জুন সিং-কে (Arjun Singh)  তলব করেছিল ডিডি ডিপার্টমেন্ট (DD Department) ।

এদিন বেলায় বারোটায় তদন্তকারীদের মুখোমুখি হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। দীর্ঘ প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট বাদে তদন্তকারীদের মুখোমুখি হয়ে বের হন অর্জুন সিং।

আরও পড়ুন: অ্যান্টি র‍্যাবিশ ভ্যাকসিন মান মামলায় মন্ত্রকে আবেদনে সুপ্রিম সম্মতি

সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মমতা সরকারের পতন নিশ্চিত। তাই বিরোধী নেতাদের ডেকে হেনস্থা করা হছে। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে, যেটা বলেছি ঠিক বলেছি। কেন্দ্রীয় সরকার তাতে সিলমোহর দিয়েছে।

তাই  শুভেন্দুর ওপর হামলার আশঙ্কায় ওনার সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে। হাফ পাতার এফআইআরে দেড় পাতার প্রশ্ন করছে পুলিশ। ১৭৪ টা মামলা নিয়েও আমাকে দমানো যাবে না।

দেখুন অন্য খবর:

Read More

Latest News