২৪ ঘণ্টার জন্য স্থগিত চারধাম যাত্রা

0

ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। ব্যাহত চারধাম যাত্রা। রবিবার থেকে ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ফলে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ-সহ একাধিক জায়গায় হাজার হাজার ভক্ত আটকে পড়েছেন। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ডে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Rain Forecast in Uttarakhand)। পাশাপাশি, তীর্থযাত্রীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

অবিরাম বৃষ্টির জেরে ধসে পড়ছে পাহাড়, বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) জীবনযাত্রা। প্রবল বৃষ্টিপাত এবং তার ফলে হওয়া ধারাবাহিক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথগামী ৭ নম্বর জাতীয় সড়ক। এর সরাসরি প্রভাব পড়েছে চারধাম যাত্রার উপর। বদ্রীনাথ (Badrinath) কেদারনাথ (Kedarnath) ও হেমকুণ্ডগামী হাজার হাজার তীর্থযাত্রী এখন রাস্তায় আটকে।

আরও পড়ুন: ভারী বৃষ্টির জের, বদ্রীনাথের জাতীয় সড়কে ধস

শুক্রবার গভীর রাত থেকে বন্ধ রয়েছে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের সিরোবগড় অংশ। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চল থেকে পাথর গড়িয়ে এসে একাধিক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। চামোলি পুলিশের মতে, সিরোবগড়, ভানের পানি ও পিপালকোটির কাছে রাস্তাগুলি পুরোপুরি অবরুদ্ধ। যোশীমঠ, গোবিন্দঘাট ও পাণ্ডুকেশ্বরে আটকে রয়েছেন হাজার হাজার তীর্থযাত্রী।

দেখুন আরও খবর: