ওয়েব ডেস্ক: হাতে কম সময় থাকলে নিত্যযাত্রীরা বাস ট্রেনের বদলে কিছু বাড়তি টাকা দিয়ে ওলা (Ola), উবার(Uber), বা নূন্যতম ভাড়ায় র্যাপিডো (Rapido) বুক করেই দ্রুত চলে যাওয়া যায় গন্তব্যে। তবে এবার টান পড়তে পারে যাত্রীদের পকেটে। নেপথ্যে রয়েছে ১ জুলাইয়ের জারি -করা একটি সরকারি নির্দেশিকা। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?
১ জুলাই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের কর্তৃক জারি করা মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্স (MVAG) ২০২৫ অনুসারে, ক্যাব অ্যাগ্রিগেটররা এখন ব্যস্ত সময়ে মূল ভাড়ার দ্বিগুণ পর্যন্ত চার্জ (Twice Charge) করতে পারবেন। এখনও পর্যন্ত সার্জ মূল্য নির্ধারণের সর্বোচ্চ সীমা মূল ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আগামী তিন মাসের (Within 3 Months) মধ্যে সব রাজ্যকে নির্দেশিকা বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন ট্রাম্প? বড় মন্তব্য জয়শঙ্করের
অন্যদিকে, রাজ্য সরকারের অনুমোদনের ভিত্তিতে এবার অ্যাগ্রিগেটরদের মাধ্যমে যাত্রী পরিবহনের জন্য নন-ট্রান্সপোর্ট ব্যাক্তিগত (Private) মোটরসাইকেল ব্যবহারের অনুমতি মিলবে। এটির মূল লক্ষ্য যানজট (Traffic), যানবাহন দূষণ কমানো, স্বল্প খরচে যাতায়াত এবং হাইপারলোকাল ডেলিভারির অ্যাক্সেস উন্নত করা। নির্দেশিকার ২৩ নং ধারা অনুযায়ী, রাজ্যগুলি এই ধরনের মোটরসাইকেল ব্যবহারের জন্য অ্যাগ্রিগেটরদের উপর দৈনিক, সাপ্তাহিক বা অর্ধেক মাসের ফি আদায়ের ক্ষমতা পাবে। র্যাপিডো (Rapido) এবং উবারের (Uber) মতো বাইক ট্যাক্সি অপারেটররা সরকারের এই পদক্ষেপে বেশ খুশি প্রকাশ করেছে। এই নয়া পদক্ষেপকে র্যাপিডো “বিকশিত ভারতের দিকে ভারতের যাত্রায় একটি মাইলফলক” বলে অভিহিত করেছে।
দেখুন অন্য খবর