ওয়েব ডেস্ক : তিন ভারতীয়কে (Indians) অপহরণ করার অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার(Africa) দেশ মালিতে (Mali)। বৃহস্পতিবার এই অপহরণের খবরের সত্যতা স্বীকার করেছে বিদেশ মন্ত্রক। অভিযোগ, আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের বিরুদ্ধে এই অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
সূত্রের খবর, ১ জুলাই মালির ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময় তিন ভারতীয়কে (Indians) অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহৃত ভারতীয়রা ওই ফ্যাক্টরিতেই কাজ করতেন বলে খবর। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি এই ঘটনার নিন্দাও জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারের জন্য মালির (Mali) সরকারকে অনুরোধ জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মালির রাজধানী বামাকোর ভারতীয় দূতাবাসের উচ্চপদস্থ কর্তারা।
আরও খবর : ৬ মাসের কারাদণ্ড! এবার কি জেলে যাবেন শেখ হাসিনা?
আল-কায়দার শাখা সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (JNIM)-এর দাবি সিমেন্ট ফ্যাক্টরিতে তারাই হামলা চালিয়েছিল। পাশাপাশি তারা সেদিন একাধিক সেনাঘাটি ও সরকারি প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছিল বলে অভিযোগ। তবে তিন ভারতীয়কে অপহরণের কথা স্বীকার করা হয়নি ওই জঙ্গি সংগঠনের তরফে।
এই প্রথম নয়, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানী বামাকো-তে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের। ২০২৩ সালে সেপ্টেম্বরেও নদীতে যাত্রী বোঝাই নৌকায় হামলা চালিয়েছিল তারা। সেই ঘটনাতেও ৭৪ জন নিহত হয়েছিল।
দেখুন অন্য খবর :