ওয়েব ডেস্ক : তিন দশকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ঘানা (Ghana) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বুধবার বিকেলে আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা (John Dramani Mahama)। এর পরেই দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসেন। সেখানে দ্বীপাক্ষিক সম্পর্ক আরও ভালো করার জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনাও করেন তাঁরা। ঘানাকে ডিজিটাল ক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ারের প্রস্তাবও দেন মোদি।
দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী মোদি (Modi) স্বাস্থ্য, ফার্মা, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ইউপিআই এবং দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করার প্রস্তাব দেন। পাশাপাশি ১৫,০০০ ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের ঘানায় যত্নশীল রাখার জন্য প্রেসিডেন্ট মাহামাকে (Mahama) ধন্যবাদ জানান তিনি।
আরও খবর : ৬ মাসের কারাদণ্ড! এবার কি জেলে যাবেন শেখ হাসিনা?
দুই রাষ্ট্র নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসে সন্ত্রাস প্রসঙ্গও। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একমত হয়েছেন তাঁরা। পাশাপাশি পহেলগাম হামলার পর ভারতের পাশে থাকার জন্য ঘানার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। অন্যদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীকে (PM Modi) ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’ সম্মানে সম্মানীত করেন জন দ্রামানি মহামা।
উল্লেখ্য, ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে একাধিক দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকেই সেই সফর শুরু করলেন তিনি। ঘানার পর বৃহস্পতিবার ত্রিনিদাদ-টোব্যাগোর উদ্দেশে রওনা দেবেন মোদি (Modi)। এর পর শনিবার যাবেন আর্জেন্টিনায়। তার পর ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে নামিবিয়া সফরেও যাবেন প্রধানমন্ত্রী।
দেখুন অন্য খবর :