ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি(Nitesh Tiwari) পরিচালিত বিগ বাজেট ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক(First Look )। রামের চরিত্রে রণবীর কাপুরের লুক নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটল এই ঝলকের হাত ধরে। ‘অ্যানিম্যাল’-এর মতো আগ্রাসী চরিত্রের পর রণবীরের রামরূপে আগমন শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে ফার্স্ট লুকে রণবীরকে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
রামের চরিত্রের জন্য গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন রণবীর কাপুর(Ranbir Kapoor)। মদ্যপান এবং মাংস ভক্ষণ ত্যাগ করে নিজেকে চরিত্রের উপযোগী করে তুলেছেন তিনি। চাবুক ফিগার গড়তে অভিনেতার হাড়ভাঙা পরিশ্রমের কথা শোনা গিয়েছিল আগেই। এই ঝলকে সেই পরিশ্রমের প্রতিফলন স্পষ্ট।
তারকাখচিত ‘রামায়ণ’ এবং ভিএফএক্সের চমক:
নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ যে বলিউড এবং দক্ষিণী সিনেমার এক মিশেল হতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এই ছবিতে রণবীর কাপুর এবং সানি দেওলের পাশাপাশি দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশ(KGF star Yash), বিজয় সেতুপতি এবং সাই পল্লবীকে। কৈকেয়ীর ভূমিকায় রয়েছেন লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং এবং মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। প্রথম ঝলকে অবশ্য রণবীর এবং যশকে দেখা গেলেও বাকি অভিনেতাদের উপস্থিতি চোখে পড়েনি। তবে নজর কেড়েছে ছবির ভিএফএক্সের কাজ, যা দর্শকদের মনে নতুন করে আগ্রহ তৈরি করেছে।বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। পয়লা ঝলকে অবশ্য রণবীর-যশকে দেখা গেলেও বাকি তারকাদের দেখা যায়নি। তবে বিশেষ করে নজর কাড়ল ভিএফএক্স-এর কাজ।
আবেগঘন বিদায় জানালেন রণবীর:
সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শেষ দিনের শুটিংয়ে রামের চরিত্রকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীর কাপুর। মাইক হাতে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে অভিনেতার গলা ধরে আসে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “এই সময়ে বক্তৃতা দেওয়া বড় কঠিন। একটা অনেক বড় কাজ শেষ করলাম।” আরেকটি ভিডিওতে তাঁকে পর্দার ভাই ‘লক্ষ্মণ’-এর সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়, যা সেট থেকে ফাঁস হয়ে নেটপাড়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ ট্রিলজি:
সূত্রের খবর, নির্মাতারা ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ শেষ করতে চাইছেন। ২০২৬ সালে প্রথম পর্বের মুক্তির পরিকল্পনা রয়েছে, এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নীতেশ তিওয়ারি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর ‘রামায়ণ’ কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর পরিচালকের সেই প্রতিশ্রুতিই যেন আরও একবার প্রমাণিত হলো।