বিষ্ণুপুর : পুলিশের হেফাজতে থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করতে থানায় এলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর এই হঠাৎ আগমন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন : টেন্ডার দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাংক অ্যাকাউন্টে নজর পুলিশের
পুরসভার আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভায় দীর্ঘদিন পুরপ্রধান ও প্রশাসক হিসাবে ছিলেন তিনি। সেই সময় বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় ১০ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছিলেন বলে অভিযোগ ওঠে। গত ২১ অগস্ট রাতে তাকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। গকিন্তু গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। তাঁকে সোমবার সকালে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। সেখানে ইমারজেন্সিতে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালের বহির্বিভাগে। তাঁর চিকিৎসার পর হাসপাতালের তরফে বলা হয়, প্রাক্তন মন্ত্রীর হাই প্রেসার এবং বুকে ব্যাথা রয়েছে। তবে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই। তাই ফের তাঁকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানায়।
আরও পড়ুন :গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অসুস্থ’ বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
এরপর বুধবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ থানায় এসে পৌঁছন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রায় ২০ মিনিট থানায় ছিলেন তিনি। এর মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেন। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সাংসদের এই সাক্ষাৎ শুধুই কী সৌজন্য না অন্য কিছু, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ সৌমিত্র খান বলেন, ”সৌজন্য সাক্ষাত করতে এসেছিলাম। কথা বললাম, শারিরিক খবর নিলাম। দীর্ঘ দিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে তাই খবর নিতে এসেছিলাম। শ্যামাপ্রসাদ রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন বলেও দাবি করেন সৌমিত্র খাঁ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন সিনিয়র সিটিজেন। তাঁর উপর তদন্তের নাম করে নির্যাতন করছে পুলিশ বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ।