Tuesday, November 11, 2025
HomeScrollফের বিয়ে করলেন রশিদ খান? পোস্টকে ঘিরে জোর জল্পনা!
Rashid Khan

ফের বিয়ে করলেন রশিদ খান? পোস্টকে ঘিরে জোর জল্পনা!

তাহলে কি আফগান তারকা স্পিনার দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন?

ওয়েব ডেস্ক : দ্বিতীয় বিয়ে (Marriage) করলেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)? তা নিয়ে জোর জল্পনা চলছে নেটমাধ্যমে। কারণ তিনি ২০২৪ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, চলতি মাসের অগাস্টে তিনি নাকি নিকাহ সেরেছেন। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আফগান তারকা স্পিনার দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন?

সোমবার রাতে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে একটি পোস্ট করে রশিদ খান (Rashid Khan) লেখেন, “২০২৫ সালের ২ অগাস্ট, আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ করেছি এমন একজনের সঙ্গে, যিনি আমার সবসময়ের আশা করা ভালোবাসা, শান্তি এবং অংশীদারিত্বের প্রতীক।” সঙ্গে তিনি লিখেছিলেন, “সম্প্রতি স্ত্রীকে নিয়ে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Rashid Khan (@rashid.khan19)

আরও খবর : উত্তরবঙ্গে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে রশিদের এমন পোস্টকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত বছরে কাবুলের এক হোটেলে বিয়ের আসর বসেছিল রশিদ খানের (Rashid Khan)। তাঁর পাশাপাশি বিয়ে করেছিলেন রশিদের তিন ভাইও। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির, রাজা খান ও জাকিউল্লাহ। ধুমধাম করে সেই বিয়ের আসর আয়োজন করা হয়েছিল।

সেই বিয়েতে আফগান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান উপস্থিত ছিলেন। পাশাপাশি দলের একাধিক সতীর্থরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি আগের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে রশিদের? না এবার দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি?

দেখুন অন্য খবর :

Read More

Latest News