কলকাতা: পূর্ব রেলের (Eastern Railways) শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ট্র্যাক মেরামতির কাজের জন্য কাকদ্বীপ–নামখানা (Kakdwip-Namkhana) সেকশনে ২৪০ মিনিটের ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। ১৮ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে ১৯ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই ব্লক। ট্রাফিক ব্লকের কারণে ১৯ নভেম্বর (বুধবার) একাধিক ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়েছে।
বাতিল ট্রেন: 34914 লক্ষ্মীকান্তপুর–নামখানা লোকাল ১৯ নভেম্বর সম্পূর্ণ বাতিল।
আরও পড়ুন: আবার সোনার দামে বড় পতন, ১ গ্রাম সোনার দাম কমল আজ
শর্ট অরিজিনেট করা হবে যে ট্রেনগুলোকে: 34935 নামখানা–লক্ষ্মীকান্তপুর লোকাল কাকদ্বীপ থেকে শুরু হবে। 34791 নামখানা–সিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে শুরু হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর জন্য আগাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ট্র্যাক মেরামতির কাজ সম্পন্ন হলে চলাচল স্বাভাবিক করা হবে। চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত বা ব্রেকিং নিউজ ফরম্যাটে সাজিয়ে দিতে পারি।
দেখুন আরও খবর:







