skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলকেন্দ্রের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে সরব ফিরহাদ

কেন্দ্রের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে সরব ফিরহাদ

Follow Us :

ভ্যাকসিন পলিসি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিমাতৃসুলভ আচরণ করছে। পশ্চিমবঙ্গের মানুষকে ভ্যাকসিনেশনের জন্য যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন তা কেন্দ্রের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। অথচ গুজরাট বা উত্তরপ্রদেশের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত যে আমরা সকলেই ভারতবাসী। সমস্ত রাজ্যের মানুষই ভারতবর্ষের মানুষ। তাই দেশের সমস্ত মানুষের জন্য একই ভ্যাকসিন নীতি নেওয়া উচিত কেন্দ্রের।’

আরও পড়ুন: ভ্যাকসিন অন কল চালু করতে চায় পুরসভা

এদিকে, শহর কলকাতার মানুষজনকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার আওতায় আনার লক্ষ্যে, এবার প্রাইভেট হাসপাতাল গুলিকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিল কলকাতা পুরসভা। এদিন কলকাতা পুরসভা ভ্যাকসিন সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সূত্রের খবর, কলকাতা পুরসভা রাজ্য স্বাস্থ্য দপ্তর ও প্রাইভেট হাসপাতালের আধিকারিকদের নিয়ে এই বৈঠকে আরও বেশি করে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আর উদ্যোগী হতে বলেন ফিরহাদ। প্রয়োজনে এ বিষয়ে পরিকাঠামোগত সমস্ত রকম সাহায্য দেবে কলকাতা পুরসভা ও রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলে ফিরহাদ জানান।

RELATED ARTICLES

Most Popular