skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent Newsপিছোল নন্দীগ্রাম মামলার শুনানি

পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি

Follow Us :

পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানির তারিখ। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে শুক্রবার সকাল ১১ টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও নন্দীগ্রামে মাত্র ১৬০০ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। শুক্রবার ছিল সেই মামলারই প্রথম শুনানি।

আরও পড়ুনঃ দিলীপের পাশে তিনি কে?

শুক্রবার ওই মামলার শুনানির দিন ধার্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আবেদন জানান, মামলার দিন অতিস্বত্তর ধার্য করা হোক। বিচারপতি কৌশিক চন্দ মন্তব্য করেন, এই মামলায় আবেদনকারী ব্যক্তিগত ভাবে উপস্থিত হবেন কিনা। উত্তরে মুখ্যমন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টের একটি রুলের রেফারেন্স দিয়ে আদালতকে জানান, আবেদনকারীর উপস্থিতির কোনও বাধ্যবাধকতা নেই। আদালত চাইলে তিনি ভার্চুয়ালেও উপস্থিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর আইনজীবীর সঙ্গে সহমত পোষণ করেন বিচারপতি কৌশিক চন্দ। ফলে আগামী বৃহস্পতিবার শুনানির সময় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ কৈলাস বিজয়বর্গীয় নামে গো ব্যাক পোস্টার কলকাতায়

এই বছর মে মাসের ২ তারিখ বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। তাতে নন্দীগ্রামে প্রথমে জয়ী ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে এই কেন্দ্রে হারিয়ে জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে।  যার ফলে এবারের ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে প্রার্থী হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল এলাকা। শুভেন্দু অধিকারী ৫০ হাজার ভোটে মমতাকে হারাবেন বলে জনসমক্ষে ঘোষণা করেছিলেন। ভোটের দিন সেখানে যথেষ্ট গণ্ডগোলের খবর পাওয়া যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বুথ পাহারা দিতে হয়।

আরও পড়ুনঃ শীঘ্রই জলযন্ত্রণা থেকে মুক্তি, আশ্বাস ফিরহাদের

ফলাফলের দিন দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশিতও হয়ে যায়। তারপর হঠাৎই বলা হয় গণনা শেষ হয়নি। সার্ভার সমস্যার কারণে বাকি থেকে গিয়েছে গণনা। অনেক রাত পর্যন্ত গণনা চলে। এরপর দেখা যায়, মাত্র ১৬০০ ভোটের ব্যবধানে হার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই গোটা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। হাইকোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মত স্থগিতাদেশ জারি হলেও আগামী বৃহস্পতিবার মামলার শুনানি কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনৈতিক মহল।                                                                                                                       

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Supreme Court | বাজেয়াপ্ত হবে নির্বাচনী বন্ডের টাকা? সুপ্রিম কোর্টে PIL
00:00
Video thumbnail
Bagda Assembly Bypoll 2024 | দুয়ারে উপনির্বাচন, বাগদায় কি চাপে বিজেপি?
00:00
Video thumbnail
Eknath Shinde | NDA | মহারাষ্ট্রতে NDA-তে গোলমাল টিকবে তো সরকার? কী বলছেন সিএম শিন্ডে? দেখুন
00:00
Video thumbnail
Eknath Shinde | কেন ভরাডুবি মহারাষ্ট্রে? শিন্ডের জবাবে চোখ কপালে এনডিএ-র
00:00
Video thumbnail
C. V. Ananda Bose | রাজ্যপালের চিঠির জের, পুলিশের দুই কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্নে নির্দেশ
00:00
Video thumbnail
TMC | BJP | বিজেপি ছেড়ে তৃণমূলে! জেলার বড় নেতা, দেখে নিন কী হল
00:00