Friday, June 27, 2025
HomeScrollBCCI:সৌরভের দাদাগিরির দাপটে ভাঙলো দ্রাবিড়ের ডিফেন্স!

BCCI:সৌরভের দাদাগিরির দাপটে ভাঙলো দ্রাবিড়ের ডিফেন্স!

Follow Us :

আবারও দাদাগিরি? নাকি সেই অধিনায়ক হয়ে ধুরন্ধর মাস্টার প্ল্যান? যেটাই হোক না কেন,স্বস্তি এখন দুবাইয়ে। এক,ভারতের ব্যবস্থাপনায় এই মরু দেশে রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেদিন থেকেই গোটা আরবের কোভিড বিধি-নিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে। সরকারি ঘোষণাতে জানা যাচ্ছে, মাস্ক পড়া-দূরত্ব বজায় রাখা, এসব নিয়ম উঠে যাচ্ছে। অর্থাৎ ভারতের মাটিতে বিশ্বকাপটি না হলেও, দর্শকদের মাঝে টুর্নামেন্টটির সাফল্য পাওয়া নিশিত। দ্বিতীয় স্বস্তি: জাতীয় দলের পরের কোচ পদে রাহুল দ্রাবিড়কে রাজি করিয়ে ফেলা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট, রোহিতদের

আর এই রাজি করানোর খেলাটা সহজ হয়ে গেল, বিসিসিআই দলের ‘ক্যাপ্টেন’ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলে। রাহুলকে নিয়ে যাওয়া হল, দুবাইতে। সৌরভ – জয় শাহ-অরুণ ধূমালরা যে প্রসাদপ্রমান হোটেলে আছেন, সেখানেই দ্রাবিড় ধরা দিতে বাধ্য হলেন। সৌরভ জাতীয় দলের অধিনায়ক থাকতে রাহুলকে লিমিটেড ওভার ক্রিকেটে দলে রাখতে’কিপার’বানিয়ে নিয়েছিলেন। তা সে শ্রীনাথের মতো বোলার যতোই কপাল চাপড়ে থাকুন।

বোর্ড সভাপতি – সচিব সৌরভ – জয় জুটিও অন্য ম্যাচ জিতলেন।

সেই শুরুর বন্ধু :

দুজনেরই ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেক। ঘনিষ্ঠ দুই বন্ধু। সৌরভ লর্ডসে লর্ড হন সেঞ্চুরি করে। আর রাহুল তা হাতছাড়া করেছিলেন নড়বড়ে নব্বইয়ে আউট হয়ে।
সেই রাহুল নেতা সৌরভের মুখরক্ষা করেছিলেন। উইকেটকিপিং আর ব্যাটিং দিয়ে দলের বালান্সটাই জমাট করে দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় স্বনামধন্য’দ্য ওয়াল’বলে। তাঁর রক্ষণ ভেঙে উইকেট নিতে কালঘাম ছুটে যেত, বোলারদের। সেই’রক্ষণ’ ভেঙে গেলো! শুরুতে যিনি চাননি ভারতীয় সিনিয়র দলের কোচ হতে, তিনিই কিনা ‘প্রেজেন্টেশন’ জমা দিলেন বোর্ড সভাপতি-সচিবদের সামনে! সৌরভ-রাহুল জুটির আবার চলা শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটে।

রাহুল কয়েক মাস আগেই জাতীয় ক্রিকেট একাডেমির (NCA) ডিরেক্টর পদে আবেদন করে দায়িত্ব নিয়ে নেন। সেই সময়, শাস্ত্রীর পর তাঁকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা বলেন সৌরভ। কিন্তু কোনোও লড়াইয়ে ঢুকতে চাননি রাহুল। তাই যুক্তি খাড়া করেছিলেন: টানা দেশের বাইরে ঘোরাঘুরি তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর দুই ছেলে এখনও নাবালক। ক্রিকেট খেলেছে। তাই ব্যাঙ্গালোর নিজের শহরে আকাদেমি নিয়েই থাকতে চেয়েছিলেন।

তাহলে কী ঘটে গেলো! রাহুল’না’থেকে’ভেবে দেখছি’তে ঘুরে গেলেন? আসলে রাহুল কি বুঝতে চেয়েছিলেন, তাঁকে যেন পরীক্ষা দিয়ে-লড়ে জায়গা নিতে না হয়? নাকি রবি নিজে থেকে সরে দাঁড়ানোর কথা জানাচ্ছেন- এটার অপেক্ষায় ছিলেন। রবি জানিয়ে দেন- তিনি আর এই পদের জন্য আবেদন করবেন না। তখনই ‘দাদাগিরি’ শুরু হয়।

https://twitter.com/SportzFirst/status/1449442876178399233?t=5yWSc3ab4aq_niUpSoQ0vA&s=19

অনিল কুম্বলে আর বিরাট কোহলি জুটির রসায়ন যে কাজে লাগবে না-এটা সৌরভের চেয়ে ভালো আর কেউ জানেন না। বোঝেনও না। তবুও দ্রাবিড়ের বন্ধু কুম্বলেকে বাজিয়ে দেখা হয়। এই নেতাকে নিয়ে চলতে এখনও নারাজ কুম্বলে। হাল ছাড়ে বোর্ড। মাহেলা জয়বর্ধনের সঙ্গে একপ্রস্থ কথা হয়। ভারতীয় ক্রিকেটের ‘হট সিটে’ ভিনদেশী ক্রিকেটার হয়ে বসতে চাননি। বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলের কথা। আসলে, অতি ধনীদের আইপিএল ছেড়ে দিতে চাননি মাহেলা।

সফল ‘ক্যাপ্টেন’ সৌরভ:

এরপর শুরু হয় সৌরভের দাদাগিরি। কতো যে নম্বরে কথা বলা, হোয়াটসঅ্যাপ করার হিড়িক সামলেছেন সৌরভ – তা তিনিই বলতে পারবেন। দুবাইয়ে আনতে পেরেছিলেন, রাহুলকে। আসলে বোর্ড রাহুলকেই চায়। আবার এটাও বোঝার দরকার, কোচের বিজ্ঞাপন দেওয়ার আগে যেন রাহুল সামনে বসে সম্মতি জানান।

সামনে রাহুল বসে গেলেন। একপ্রকার রাজি, বুঝিয়েও দিলেন। কিন্তু কিছু শর্ত নাকি বোর্ডকে মানতে হতে পারে। সেসব শর্তের কথা কেউ এখন মুখ ফুটে বলছেন না। ভাবখানা এমন: রাহুল দ্রাবিড়, না আচালে বিশ্বাস নেই। জাতীয় দলের অধিনায়ত্ব ছেড়েছিলেন আচমকা, কোনও কারণ না দেখিয়ে। বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার থেকে প্রস্তাব পেয়েও সৌরভ – সচিনদের সঙ্গে এক কমিটিতে থাকেননি। আসলে অহেতুক বিতর্কে নিজেকে জড়াতে চাননা।

তাহলে কি এবার সৌরভের হয়ে লড়ে গেলেন রাহুল পত্নী বিজয়েতা? কোনো সন্দেহ নেই, হোম ফ্রন্ট থেকে সবুজ সংকেত মিলেছে। ছেলেদের আর পরিবার স্ত্রী দেখবেন। দেশের ডাকে আবার রাহুলকে বেরুতে হবে।

খুব ঘনিষ্ঠ আড্ডায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রায়ই বলতে শুনতাম:’আমরা পাঁচজন অবসর নিয়ে চলে গেলে দলটার কী হবে? প্রায় একই সময় আমরা চলে যাব হয়তো।’ সেই পাঁচ জন কে কে? সৌরভ নিজে। সঙ্গে বলেছিলেন, সচিন-রাহুল-লক্ষ্মণ-কুম্বলের নাম। পরে আর জনকে ধরে বলতেন: ছয়। সেই ছয় নম্বর হলেন,সেওয়াগ।

কিন্তু ভারতীয় ক্রিকেট ধোনি-কোহলি জামানায় নুতন শক্তি হয়ে উঠেছে। আর সেই সময়ই আবার সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি। এখন জাতীয় দলের কোচ করে রাহুলকে বসানো শুধু সময়ের অপেক্ষা। ওদিকে আবার ফাঁকা রয়ে যাবে জাতীয় ক্রিকেট আকাদেমির হেড কোচের জায়গা। সেখানে কে? সেওয়াগ! মনে হয় না। লক্ষ্মণ? মনে রাখতে হচ্ছে সকলে তো আর রাহুল দ্রাবিড় নন। বোর্ডের আইনি নিয়ম মেনে কোচের পদ থাকতেই (অনূর্ধ্ব -১৯, ইন্ডিয়া-এ)আইপিএল টিমের সঙ্গে আর নিজেকে জড়াননি। ক’জন তা করে দেখাতে পারবেন? হতে পারে মোটা অর্থ বোর্ড দ্রাবিড়ের জন্য খরচ করে চলেছে। কিন্তু সেই ২০১৫ থেকে রাহুল দেশের রিজার্ভ বেঞ্চ তো মজবুত করে দিয়েছেন। তাই একসঙ্গে দুটো দল চ্যাম্পিয়ন হওয়ার মতো করে বিদেশের মাটিতে খেলে দেখাতে পারে আজ।

এবার ১০ কোটির কোচ:

বোর্ড সূত্র থেকে জানলাম, সিনিয়র আর জুনিয়র – দুই বিভাগেরই হেড কোচ হতে তিনি চেয়েছেন। সেই শুরু থেকে তাঁর সঙ্গী বোলার কোচ হয়ে আছেন মুম্বইয়ের প্রাক্তন জাতীয় পেসার পরস মামরে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দলের সাপোর্ট স্টাফ দ্রাবিড় ঠিক করবেন। অর্থাৎ এখনকার সিনিয়র দলের সঙ্গে থাকা বোলিং কোচ ভরত অরুণের মেয়াদ আর বাড়ানো হবে না। তিনি আবার এনসিএ (NCA) তে জায়গা ফেরত পান কিনা – তা দেখার। ফিল্ডিং কোচ শ্রীধরেরও মেয়াদ শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর। এমনকি বিদেশী ট্রেনার নিক ওয়েবও আর টানা কাজ করতে চান না। পরিবারের কাছে ফিরতে চেয়ে অব্যহতি চেয়েছেন। সেই সময় ‘শাস্ত্রীয় রাজ’ ছিল সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার। এখনকার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রয়ে যেতে পারেন দ্রাবিড় চাইলে। তবে চূড়ান্ত সিধ্যান্ত নিতে এবার সেই দায়িত্ব বর্তাবে রাহুলের উপর।

বোর্ড সচিব নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মধ্যবর্তী সময়ের জন্য রাহুল দ্রাবিড়কে দায়িত্ব সামলানোর প্রস্তাব দিয়েছিলেন। রাহুল প্রচুর ট্রাভেল করতে হবে ‘বায়ো বাবল’ চালু থাকার মধ্যে, তাই রাজি হননি। রাহুল শুরু থেকে সিনিয়র দলের দায়িত্ব নিতে চাননা বলে, বোর্ডের যুক্তি ছিল-হোম সিরিজে তিনি কাজটা সামলে নিল বিজ্ঞাপন দিয়ে কোচ খোঁজার সময় আরো একটু মিলতো। এরপর মাঠে নামেন বোর্ড সভাপতি সৌরভ। তারপর সেই চেনা দাদাগিরি এবং স্বস্তি।

আপাতত ২০২৩ সাল পর্যন্ত টানা হেড কোচের দায়িত্ব রাহুলকে দেওয়ার কথা শোনানো হয়, আজকের আলোচনায়। দীর্ঘ মেয়াদি চুক্তিতে কাজ করতেই চান রাহুল। আর রাহুলকে একটানা দলের সঙ্গে ঘুরে বেড়ানো থেকে রেহাই দিতে বোর্ড সভাপতিকে ভাবতে হচ্ছে। রাহুলের জন্য ১০ কোটি টাকার অফার দিয়ে রেখেছে বোর্ড। রবি শাস্ত্রী এখন পান ৮.৫ কোটি টাকা।

যদিও তুখোড় ম্যান ম্যানেজমেন্ট স্কিল থাকা নেতা সৌরভের সব সময় প্ল্যান এ আর বি তৈরি থাকে। রাহুলকে সামনে রেখে এবার কি সেটাই আবার দেখা যাবে? কে বলতে পারে ‘বীরু’ বাহাদুরকে ওপেন করানোর মতো-এবার কিছু করবেন না! কিংবা ধোনিকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ছকটা সাজালেন, তাতে ধোনি শিবিরও কুর্ণিশ জানাচ্ছে দাদাকে ( যদিও জয় শাহ অন্য কারণে ধোনির দিন কে দিন ঘনিষ্ঠ হয়ে উঠেছেন)। টি টোয়েন্টি বিশ্বকাপের মেন্টর মাহি একটিও টাকা-পয়সা পারিশ্রমিক নেবেন না। ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ নিয়ে সামান্য কথা বোলার সুযোগ ধোনি দেননি। চেন্নাই সুপার কিংস ধোনিকে ছাড়বেনা। ধোনিও ছাড়বেন না-আমার জমাট সেই বিশ্বাস। অর্থাৎ নিজেকে আইপিএলে যুক্ত রাখবেন ধোনি। তারপর?

https://twitter.com/naveenkrish5539/status/1449575461688807429?t=R5WxWZdu6eMu-gEtRXmnEQ&s=19

সে সব পরের কথা। আজ থাক। আজ একটাই স্বস্তি। রবি শাস্ত্রীর পর রাহুল আসছেন। সঙ্গে বিরাট আর রোহিত। সৌরভ বোর্ড সভাপতি হয়ে তৃতীয় পর্ব শুরু
করতেই রাহুলের ডিফেন্স ভাঙলেন। সাবাশ-‘দাদি’।

ছবি: সৌ টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Netanyahu | Trump | নেতানিয়াহুকে কেন গা/লি দিলেন ট্রাম্প? কীভাবে গোটা দুনিয়া চমকে দিলেন খামেনি?
00:00
Video thumbnail
Israel | ইজরায়েলজুড়ে ধ্বংসস্তূপ, নেতানিয়াহুর সামনে ক্ষো/ভে-কান্নায় ভেঙে পড়ছেন ইজরায়েলের নাগরিকরা
00:00
Video thumbnail
Iran | Pakistan | ইরানকে নিয়ে এবার চাপে পাকিস্তান
00:00
Video thumbnail
Netanyahu | Ali Khamenei | নিখোঁজ জল্পনার মাঝেই খামেনির আবির্ভাব, ফের চালু মধ্যপ্রাচ্যের যু/দ্ধ?
00:00
Video thumbnail
Donald Trump | Iran | এবার ইরানের পাশে ট্রাম্প, মাথায় হাত নেতানিয়াহুর, দেখুন চাঞ্চল্যকর খবর
00:00
Video thumbnail
Israel | ইজরায়েলজুড়ে ধ্বংসস্তূপ, নেতানিয়াহুর সামনে ক্ষো/ভে-কান্নায় ভেঙে পড়ছেন ইজরায়েলের নাগরিকরা
02:12:53
Video thumbnail
Humayun Kabir | কালীগঞ্জে তৃণমূলে বিড়ম্বনা বাড়িয়েছেন হুমায়ুন কবির
09:42:38
Video thumbnail
Israel | ইজরায়েলজুড়ে ধ্বংসস্তূপ, নেতানিয়াহুর সামনে ক্ষো/ভে-কান্নায় ভেঙে পড়ছেন ইজরায়েলের নাগরিকরা
11:37:31
Video thumbnail
Iran | Pakistan | ইরানকে নিয়ে এবার চাপে পাকিস্তান
11:40:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39