skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeখেলারোনাল্ডোর গোলে শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, সহজে হাল না ছাড়ার বার্তা সি আর...

রোনাল্ডোর গোলে শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, সহজে হাল না ছাড়ার বার্তা সি আর সেভেনের

Follow Us :

ওল্ড ট্র্যাফোর্ড:  যতই সমস্যা আসুক কিংবা খারাপ সময়| তারা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| রেড ডেভিলসরা কখনই হাল ছাড়বে না| চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জিতিয়ে এমনই বার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর|

একইসঙ্গে সমালোচকদেরও জবাব দিলেন সি আর সেভেন, তাও বলার অপেক্ষা রাখে না| ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচেই প্রায় গোল পেয়েছেন তিনি|

তবুও সমালোচনা পিছু ছাড়ছিল না সি আর সেভেনের| কথা উঠতে শুরু করে দিয়েছিল তাঁর চ্যামপিয়ন্স লিগ পারফরম্যান্স নিয়ে| সেভাবে নাকি রোনাল্ডোকে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাচ্ছে না| উয়েফার মঞ্চে রোনাল্ডো কতটা সফল হতে পারেন তা নিয়েও জল্পনা কম চলছিল না|

সেটারই জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| শেষ মুহূর্তের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩ পয়েন্ট এনে দেওয়াই শুধু নয়, গ্রুপের শীর্ষস্থানে পৌঁছে দিলেন তিনি|

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আটলান্টার বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| সেখানেই শুরুটা খুব একটা ভাল করত পারেনি তারা| প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েে ম্যাঞ্চস্টার ইউনাইটেড| বিরতির যদিও সমতায় ফিরেছিল রেড ডেভিলসরা| কিন্তু জয়ের রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা|

প্রথমার্ধে তেমনভাবে না পারলেও, বিরতির থেকে এদিন ভয়ঙ্কর মেজাজে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| শুধু সুযোগ গুলো কাজে কাজে লাগাতে পারছিলেন না তিনি| অবশেষে সেই মুহূর্ত আসে ম্যাচে ৮১ মিনিটে|

সি আর সেভেনের গোল| আটলান্টার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়ও নিশ্চিত হয়ে যায়| আর তাতেই মুগ্ধ রেড ডেভিলস কোচ ওলে গানার সোলসকার| আক্রমণ থেকে ডিফেন্স পর্যন্ত এদিন সামাল দিয়ছেন রোনাল্ডো| ৩-২ গোলে ম্যাচ জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড|

দলকে যে যোগ্য নেতৃত্ব দিয়েছেন তিনি, তা মানতে কোনও দ্বিধা নেই সোলকারেরও| রেড ডেভিলস শিবিরে ফের নায়কের মুকুট রোনাল্ডোর মাথায়| দলকে জেতানোর পরই এগিয়ে চলার বার্তা সি আর সেভেনের|

RELATED ARTICLES

Most Popular