Sunday, June 16, 2024

Homeজেলার খবরগোসাবায় প্রাকৃতিক বিপর্যয় কাটতেই উপনির্বাচনের প্রচারে দুই পক্ষ

গোসাবায় প্রাকৃতিক বিপর্যয় কাটতেই উপনির্বাচনের প্রচারে দুই পক্ষ

Follow Us :

গোসাবা: পশ্চিমবঙ্গের খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে আগামী ৩০ অক্টোবর ওই চার বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে। সেই কারণে বুধবার রাত থেকেই প্রচারে নেমে পড়েছে যুযুধান দুই পক্ষ।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল সুন্দরবন, গোসাবা এলাকা। জল যন্ত্রণায় ভুগছিলেন এলাকাবাসী। সবে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। যার মধ্যে প্রধান তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।

নির্বাচনে তৃণমূলের প্রার্থী সুব্রত মন্ডল। তাঁর সমর্থনে প্রচার শুরু হল গোসাবা বিধানসভার পাঠানখালী অঞ্চলের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার সকালে বোটে করে সাতজেলিয়া, কুমিরমারি,আমতলী রাধানগর তারানগর বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রার্থী সুব্রত মন্ডল। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লা ও তাঁর কর্মী সমর্থকরা।

আরও পড়ুন – খরস্রোতা তোর্সায় তলিয়ে যাওয়া দুই বোনের দেহ উদ্ধার

অপরদিকে বিজেপির হয়ে প্রার্থী পলাশ রানা। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন গোসাবা বাজারে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। তাঁরা গোসাবা বাজারে পথসভা করেন। বিজেপি প্রার্থী জানান তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত।

আরও পড়ুন – কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৩৩টি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  যার মধ্যে লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র রয়েছে। তিনটি লোকসভা এবং ৩০টি বিধানসভা কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় দিনে হবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা।

RELATED ARTICLES

Most Popular