skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeকলকাতারাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল কলকাতা পুরসভায়

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল কলকাতা পুরসভায়

Follow Us :

কলকাতা : স্বাস্থ্যকর্তা থেকে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল কলকাতা পুরসভায়।গত কয়েকদিনে কলকাতায় করোনা সংক্রমিত হয়েছে প্রায় আড়াইশোরও বেশি মানুষ। তবে এ বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী।

তিনি বলেন, শহরে করোনার গ্রাফ বৃদ্ধির পিছনে কিছু অসচেতন মানুষের উদাসীন মনোভাব দায়ী। কারণ একটি বা দু’টি ভ্যাকসিনের ডোজ যারা নিয়ে নিয়েছেন তারা অনেকেই মনে করছেন আর তাদের করোনা সংক্রমিত হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই উৎসবের দিনগুলিতে অনেকেই মুখে মাস্ক না পরে, ঠিকঠাক স্যানিটাইজার ব্যবহার না করে, অযথা ভিড়ভাট্টার মধ্যে থেকে করোনা সংক্রমিত মানুষজনের সান্নিধ্যে এসে সংক্রমিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন : গোসাবায় প্রাকৃতিক বিপর্যয় কাটতেই উপনির্বাচনের প্রচারে দুই পক্ষ

তিনি এও বলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মনে রাখতে হবে, ভ্যাকসিন নেওয়ার মানে কখনওই করোনা সংক্রমণমুক্ত নয়। শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার পাশাপাশি হার্ড ইমিউনিটি শরীরে গ্রো করানোর মধ্য দিয়ে করোনা সংক্রমণকে প্রতিরোধ করা। তাই প্রত্যেককে এখনও মুখে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, ভিড়ভাট্টা এড়িয়ে চলার মতো কাজগুলি মেনে চলতে হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভিল্যান্স শুরু করেছেন। যারা এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজের সময় হয়ে গেলেও ভ্যাকসিন নেননি তাদের অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

RELATED ARTICLES

Most Popular