লখনউ: উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্তির (Additional Chief Secretary Awanish Awasthi ) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission Of India) নালিশ ঠুকল কংগ্রেস (Congress)৷ দলের অভিযোগ, নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘনিষ্ঠ শীর্ষস্তরের এই আমলা৷ তাঁর আচরণ ঠিক যেন বিজেপি নেতাদের মতন৷ কমিশনের কাছে অবনীশ অবস্তিকে নির্বাচনী কাজ থেকে সরানোর দাবি জানিয়েছে কংগ্রেস৷
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার তিনদিনের সফরে উত্তরপ্রদেশ গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ সঙ্গে রয়েছেন দুই নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অনুপচন্দ্র পাণ্ডে৷ বুধবার তাঁরা লখনউয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন৷ সেখানে স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তির নামে অভিযোগ জানায় কংগ্রেস৷ কমিশনকে কংগ্রেসের প্রতিনিধিদল জানায়, ক্ষমতার অপব্যবহার করছেন অবস্তি৷ বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে পুলিসকে নির্দেশ দিচ্ছেন৷ পুলিস স্বাধীনভাবে কাজ করতে পারছে না৷ বিজেপির দলদাসে পরিণত হয়েছে৷ অবস্তিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরাতে হবে৷
বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস নেতা ওঙ্কারনাথ সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভীষণই খারাপ৷ প্রশাসনের চাপে পুলিস কোনও কাজ করতে পারছে না৷ রাজ্য পুলিস দিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব নয়৷ আমরা সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছি৷’ কংগ্রেসের তরফে নির্ধারিত সময়ে ভোট করানোর দাবি জানানো হয়েছে৷ ওঙ্কারনাথ বলেন, ‘সরকার ভোট পিছনোর কথা বললে বুঝতে হবে বিজেপি হারতে চলেছে৷’
আরও পড়ুন: Akbar Allahabadi: যোগীরাজ্যে উর্দু কবি আকবর এলাহাবাদী হলেন আকবর প্রয়াগরাজ