Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যEyeliner styles: চোখের ভাষা আরও আকর্ষণীয় করে তুলবে এই সব ট্রেন্ডিং আইলাইনার...

Eyeliner styles: চোখের ভাষা আরও আকর্ষণীয় করে তুলবে এই সব ট্রেন্ডিং আইলাইনার স্টাইল

Follow Us :

এক নিমেষে আপনার পুরো লুক পাল্টে দিতে পারে ভাল আই মেকআপ (eye makeup)। ম্যাট হোক, ডিউই কিংবা গ্লসি আবার হেভি কিংবা লাইট মেকআপ লুক, প্রত্যেক লুক আরও আকর্ষণীয় করে তুলতে রয়েছে আলাদা আলাদা রকমের আই মেকআপ।  তা ছাড়া আপনার চোখের ধরণ কীরকম তার ওপরও অনেকটা নির্ভর করছে কোন আই মেকআপ বাছবেন আপনি। এই বিয়ে বাড়ির, ত্রিশমাস নিউ ইয়ার ইভ পার্টির মরশুমে পোশাকের সঙ্গে পার্ফেক্ট মেকআপ লুকের সঙ্গে বেছে নিন এই সব ট্রেনডিং মেকআপ স্টাইল-

ডার্ক হেভি আইলাইনার (Dark heavy eyeliner)

 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Liner Designers (@eyelinerartist)

বোল্ড আই মেকআর যদি হয় আপনার ভীষণ পছন্দের তা হলে মোটা ও গাঢ় আইলাইনারের টানে চোখ সাজিয়ে নিন। নিমেষে আকর্ষণীয় হয়ে উঠবে আপনার চোখের চাহনি।  

ডাবল উইংগ (Double wing)

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Liner Designers (@eyelinerartist)

আজকাল ডাবল উইং আইলাইনার লাগানো বেশ ট্রেন্ডিং। এটা চোখ আরও বড় ও স্টাইলিশ দেখায়। আর এটা চোখে লাগানো খুবই সহজ। আর ততটাই সহজ রিমুভ করা। 

উইংগ আইলাইনার (wing eyeliner)

 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Liner Designers (@eyelinerartist)

এই আইলাইনার স্টাইল কোনও দিনই পুরনো হবে না এটা দেখতে বেশ ‘কুল অ্যান্ট ট্রেন্ডি’ লাগে। আর এই আইলাইনারের সব থেকে ভাল দিক হল যে এথনিক থেকে শুরু করে ওয়েস্টার্ন, সব ধরণের পোশাক বা সাজের সঙ্গে দারুন ভাবে মানিয়ে যায়। 

কালার আইলাইনার (colour eyeliner)

 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Liner Designers (@eyelinerartist)

প্রথমে নর্মাল কালো রংয়ের আইলাইনার সরু করে চোখে লাগিয়ে নিন। এবার এর ওপরে পছন্দের কিংবা পোশাকের সঙ্গে মানানসই রংয়ের আইলাইনার বেছে নিন। এবার এই কালো আইলাইনের ওপর ভাল করে এঁকে নিন। ইদানীং এই ট্রেন্ডটা খুব ভাল চলছে। 

আইশ্যাডো লাইনার (Eyeshadow eyeliner)

 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Liner Designers (@eyelinerartist)

যাঁদের চোখ ছোট তাঁরা চোখ যাতে বড় দেখায় তার জন্য আইশ্যাডো লাইনার চোখে লাগাতে পারেন। নাম শুনে বুঝতেই পারছেন আইশ্যাডোকে গাঢ় করে মোটা করে লাইনারের মতো লাগিয়ে নিতে পারেন। আবার এই লুক আরো ড্র্যামাটিক করে তুলতে পছন্দের কয়েকটা রংয়ের আইশ্যাডো একসঙ্গে মিশিয়ে আইলাইনারের মতো লাগিয়ে নিন। দারুণ সুন্দর দেখাবে। আই মেকাপের ‘ব্রেক দ্য বোরডম মোমেন্ট হবে’। আর আপনার এই চোখে চাহনিতেই মুদ্ধ হতে বাধ্য পুরুষ কিংবা মহিলা সকলেই।   

 

RELATED ARTICLES

Most Popular