বিশ্বের ক্ষুদ্রতম ও সবথেকে কম জনসংখ্যার দেশ কোনটা জানেন? বেশিরভাগ লোকই বলবেন ভ্যাটিকান সিটির (Vatican City) কথা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকেও অনেক ছোট দেশ রয়েছে। যার আয়তন ও জনসংখ্যা জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তাহলে দেশটির নাম বলি?
* ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’ (Principality of Sealand), সংক্ষেপে বলা হয় ‘সিল্যান্ড’
* পৃথিবীতে স্বীকৃত যত দেশ রয়েছে সেই তালিকায় এখনও স্বীকৃতি পায়নি এই দেশ
* সিল্যান্ড ইংল্যান্ডের (England) সমুদ্রতীর থেকে ১০ কিমি দূরে অবস্থিত
* একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে
আরও পড়ুন: Talk on Facts | BCCI | Contract List | আর্থিক চুক্তি প্রকাশ বিসিসিআইয়ের, কে কত পাচ্ছেন?
* ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কোয়্যার মিটার
* ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান
* দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার
* তবে বাইরের কোনও দেশে এই মুদ্রা চলে না
* এই দেশের জনসংখ্যা মাত্র ২৭
অবাক হলে চলবে? কীরকম লাগছে কমেন্ট করে জামনাতে হবে তো। কী কী বিষয়ে আপনারা জানতে চান কমেন্ট করে অবশ্যই জানান
আর কী করতে হবে? টক অন ফ্যাক্টস দেখতে হবে। চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।
শেয়ার করুন