কলকাতা: উচ্চমাধ্যমিকের (Higher Secondary) মতো এবার দিল্লি বোর্ডের (Delhi Board) আইএসসি (ISC EXam) পরীক্ষাতে ২০২৭ সাল থেকে চালু হচ্ছে বেস্ট অফ ফাইভ (Best Of Five) পদ্ধতি। এতদিন পর্যন্ত আইএসসিতে বেস্ট অফ ফোর (Best Of Four) পদ্ধতি চালু ছিল।
কিন্তু দেখা গেছে যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ুয়া ভর্তির ক্ষেত্রে বেস্ট অফ ফাইভের উপরেই বহুলাংশে নির্ভর করে। এই উপলব্ধি থেকে বেস্ট অফ ফাইভ চালু করছে সিআইএসসিই (CBSC)।
অর্থাৎ এতদিন ইংরেজির পাশাপাশি অন্য ৫ থেকে ৬টি বিষয় পড়তে হত পড়ুয়াকে। তার মধ্যে ইংরেজি ও অন্য যেকোনও ৩টি বিষয়ে পাশ করলেই চলত।
আরও পড়ুন: অপরাজিতা বিল আটকে, দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল
কিন্তু ২০২৭ থেকে ইংরেজি সঙ্গে চারটি বিষয়ে পাস করতেই হবে আইএসসি পরীক্ষার্থী বা পড়ুয়াকে। পাশাপাশি এবছর থেকে আইএসসিতে একাদশের পড়ুয়াদের জন্য বেশ কিছু নতুন বিষয় চালু করছে সিআইএসসিই।
এইগুলি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ডেটা সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, মর্ডান ইংলিশ ও ভুটিয়া ভাষা।
প্রসঙ্গত, রাজ্যের উচ্চমাধ্যমিকের মতো সিবিএসই দ্বাদশেও বেস্ট অফ ফাইভ পদ্ধতি চালু থাকলেও আইএসসিতে তা এতদিন চালু ছিল না। এবার ২০২৭ থেকে আইএসসিতেও বেস্ট অফ ফাইভ পদ্ধতি চালু হচ্ছে।
দেখুন অন্য খবর: