নয়াদিল্লি: দীপাবলির (Diwali) আগেই পেঁয়াজের (Onion) ‘রংবাজি’। তাতেই অতিষ্ঠ দেশবাসী। রবিবার ভারতীয় দলের কেউ সেঞ্চুরি করুক, না করুক, রাজধানীতে শতরান হাঁকাতে চলেছে পেঁয়াজ। শুধু দিল্লি নয়, কলকাতাতেও লক্ষ্মীপুজোর পরেই ৮০ টাকার পারদ ছুঁয়েছে। এনিয়ে রবিবার কেন্দ্রীয় সরকারকে (Centre) একহাত নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। পাঁচ রাজ্যের ভোটে সাধারণ মানুষ বিজেপিকে হারিয়ে এর জবাব দেবেন বলে দাবি কংগ্রেসের রাজ্যসভা দলনেতার।
নবরাত্রির (Navratri) পর উৎসবের মরশুমে ফের হঠাৎ করেই পেঁয়াজের দাম (Price Hike) বাড়তে শুরু করে। রবিবার তা দিল্লি এবং বেশ কয়েকটি শহরে ১০০ টাকায় পৌঁছেছে। এরই প্রতিবাদে এক্স বার্তায় খাড়্গে লিখেছেন, বিজেপি সরকারের (BJP Govt) গত সাড়ে ৯ বছরে অগ্নিমূল্য বাজারের বোঝা চেপে রয়েছে। এখন সেই মানুষের পেঁয়াজের ঝাঁঝে চোখে জল বেরিয়ে এসেছে। তাদের কান্না চোখে দেখাও যাচ্ছে।
আরও পড়ুন: বালু ঘনিষ্ঠ কিছু কাউন্সিলরও এবার ইডির স্ক্যানারে
খাড়্গে আরও লিখেছেন, প্রতিবার যখনই দ্রব্যমূল্য বৃদ্ধির কথা উঠেছে, তখন মোদি সরকার জনতাকে বোকা বানিয়েছে। বাঁকা সুরে বলেছে, মুদ্রাস্ফীতি (Inflation) চোখে দেখা যায় না। আমি তো পেঁয়াজ খাই না। কিংবা অন্য দেশের তুলনায় এখানকার অবস্থা ভালো। খাড়্গে প্রশ্ন তুলেছেন, পেঁয়াজের আবার দাম বাড়ল কেন? প্রসঙ্গত, শনিবারই কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছিল।
দেখুন অন্য খবর