Placeholder canvas

Placeholder canvas
Homeদেশএবার এটিএম-এ মিলবে ১ থেকে ৫ টাকার কয়েন, জানুন কবে থেকে

এবার এটিএম-এ মিলবে ১ থেকে ৫ টাকার কয়েন, জানুন কবে থেকে

Follow Us :

নয়াদিল্লি: শহর থেকে গ্রাম, খুচরো সমস্যা চলছেই। বাস থেকে অটো, পাড়ার মুদির দোকান থেকে রাস্তার ধারের চায়ের দোকান সব জায়গাতেই খুচরো নিয়ে সমস্যা। ২০২০ সালে একবার খুচরো নিয়ে বচসার জেরে যাত্রীকে মারধরের অভিযোগ ওঠে অটোচালকের বিরুদ্ধে। ২০২২ সালের ডিসেম্বরে জলপাইগুড়িতেও একই ছবি দেখা যায়। খুচরো নিয়ে ঝামেলার জেরে মহিলা যাত্রীর মাথা ফাটানোর অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। এবার এই সমস্যার সমাধানে মাঠে নামছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)।

বিগত কয়েক বছরে, কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ার সৌজন্য অনলাইন পেমেন্ট অনেক বেড়ে গিয়েছে। চায়ের দোকান থেকে সবজির দোকান সবজায়গাতেই অনলাইন লেনদেন। ফলে খুচরোর সমস্যা একদিকে যেমন কমছে তেমনই আবার দেখা দিয়েছে অন্য সমস্যা। খুচরোর লেনদেন কমার ফলে বাজারে কয়েনের দেখা মিলছে না সেভাবে। অর্থনীতিবিদরা জানাচ্ছেন, কয়েন কম লেনদেন হলে কয়েনের ঘাটতি হবে। কারণ, কয়েন লাগছে না বলে তা এক জায়গায় জমে থাকছে। এই সমস্যা থেকে মুক্তি পেতেই নতুন ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের। খুচরোর সমস্যা মেটাতেই এবার এটিএমে মিলবে কয়েন।

আরও পড়ুন: ‘২০ নয়, ২০০ কোটি চাই’, ফের খুনের হুমকি মুকেশ আম্বানিকে

সূত্র মারফত জানা যাচ্ছে, ১, ২ ও ৫ টাকার কয়েন মিলবে এটিএমে। পরীক্ষামূলকভাবে প্রথমে দেশের ১২ শহরে বসবে এটিএম কয়েন মেশিন। কিউআর ভিত্তিক ভেন্ডিং মেশিন বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মেশিনের উপর থাকবে কিউআর কোড। গ্রাহক নিজের ইউপিআই অ্যাপ দিয়ে কিউ আর কোড স্ক্যান করতে হবে। তারপরেই মিলবে কয়েন। তবে কোন কোন শহরে এই পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে তা এখনও খোলসা করেনি রিজার্ভা ব্যাঙ্ক। তবে দ্রুত এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular