skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeBig newsজ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি

আপ্ত সহায়কের বাড়িতেও হানা

Follow Us :

কলকাতা: রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় উঠে এসেছে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) নাম। সাতসকালে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়র। সল্টলেকের (Salt Lake) বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি তাঁর আপ্তসহায়ক অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি। সকাল থেকেই আটটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকেরা। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি।

আরও পড়ুন: রাজভবনের দেওয়া দুর্গারত্ন ফিরিয়ে দিল কল্যাণীর সেই পুজো

রেশন ‘দুর্নীতি’কাণ্ডে বুধবার সকাল থেকে বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বাকিবুরের পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। তাঁর বাড়ি চিনার পার্কে। ইডি সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশির পাশাপাশি, জিজ্ঞাসাবাদও করেন অভিষেককে। গত বুধবার ইডি গিয়েছিল নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে। একই দিনে সল্টলেক এবং নিউ টাউনের অনেকগুলি জায়গাতেও তল্লাশি অভিযান চালায় ইডি।

পুর নিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। সেই রেশন দুর্নীতির উৎস খুঁজে পেতেই এবার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর। পুজোর আগে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি হানা দেন গোয়েন্দারা। এরপর পুজো মিটতেই ময়দানে ইডি আধিকারিকরা।

সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির তদন্তে মোট আটটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর। এ দিন, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতে সকালবেলাই হাজির গোয়েন্দারা। তাঁর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে তারা।

যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

সূত্রের খবর, আজ প্রায় দশটির মতো গোয়েন্দা দল বেরিয়ে পড়েছে অভিযানে। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বিভিন্ন কিছু তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই হানা ইডি-র। যেহেতু তৎকালীন সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই কারণে বাকিবুর গ্রেফতার হতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী নাম জড়িয়ে পড়ছে রেশন দুর্নীতিতে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51