skip to content
Wednesday, June 26, 2024

skip to content
HomeBig newsনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরাল আদালত

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরাল আদালত

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam ) মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা (justice Amrita Sinha) বলেন, ওই অফিসার এই ধরনের তদন্তে পারদর্শী নন। হয়তো তিনি অন্য ধরনের তদন্তে পারদর্শী। অবিলম্বে এই অফিসারকে সরিয়ে দিতে হবে। তিনি উপযুক্ত নন। তাঁর জায়গায় অন্য অফিসার নিয়োগ করতে হবে। তাঁকে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্ব দেওয়া চলবে না। আদালত তাঁর উপর আস্থা হারিয়েছে।

ইডির আইনজীবী বলার চেষ্টা করেন, ওই অফিসার ভালো কাজ করছেন। তিনি বলেন, আমাদের ১৩১টি মামলার তদন্ত চালাতে হচ্ছে। এক একজন অফিসারকে ২২টি করে মামলা সামাল দিতে হয়। আমরা সর্বশক্তি দিয়ে তদন্ত করছি।

বিচারপতি সিনহা বলেন, ওই অফিসার অন্য কোথাও গিয়ে এই ভালো কাজ করুন। আমি আগের দিন তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তিনি এই তদন্তের জন্য যোগ্য ব্যক্তি নন। বিচারপতি জানতে চান, আর্থিক লেনদেনের গতিপথের তদন্তের কী হাল। ইডির আইনজীবী বলেন, আমরা সব পাথর সরিয়ে দেখব। আর কয়েকদিন সময় দেওয়া হোক। আমরা ১০ অক্টোবর বিস্তারিত রিপোর্ট পেশ করব। আমরা তিন সদস্যের দল তৈরি করেছি। তাঁদের নাম বলছি না। কারণ, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এই অফিসার খুবই পারদর্শী। তাঁকেই রাখা হোক। বিচারপতি আইনজীবীর আর্জি খারিজ করে দিয়ে নতুন তদন্তকারী অফিসার নিয়োগের নির্দেশ দেন। আদালতের নির্দেশমতো ইডি এদিন একটি রিপোর্ট পেশ করে। তাদের আইনজীবী বলেন, রিপোর্টে কিছু ব্যক্তির নাম আছে। তা আমরা এখনই প্রকাশ্যে আনতে চাইছি না। প্রসঙ্গত, এর আগের দিনের শুনানিতে বিচারপতি ওই অফিসারের উদ্দেশে বলেন, আপনি কি এই তদন্তের জন্য প্রশিক্ষিত?

আরও পড়ুন: সন্ত্রাসের বিশ্বকাপ হবে, হুমকি খলিস্তানি জঙ্গির

প্রাথমিকে নিয়োগ দুর্নাতির মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ অক্টোবর ইডি তলব করেছে। কিন্তু তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, ওইদিন হাজির হতে পারবেন না। উনি লিখেছেন, পারলে আমাকে আটকে দেখান। বিকাশ বলেন, জানি না, ইডি এ ব্যাপারে কী বলবে। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, আদালতের নির্দেশের পর আমরা সমন ইস্যু করেছি। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, কোনও ভাবেই যেন তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়। এই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।

আরও অনব্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
স্পিকার নির্বাচন প্রথম নয়, আগেও হয়েছে, জানুন ভারতের ইতিহাস
00:00
Video thumbnail
Y. S. Jagan Mohan Reddy | স্বাধীন ভারতে প্রথম স্পিকার নির্বাচন সমর্থন করবেন জগন?
00:00
Video thumbnail
Lok Sabha Speaker | ওম বিড়লাকেই স্পিকার পদে মনোনয়ন NDA-র, INDIA দিলো পাল্টা মনোনয়ন
00:00
Video thumbnail
Speaker | স্পিকার নির্বাচনে বড় ঝটকা ধাক্কা খেল বিজেপি! INDIA-কে সমর্থন করল এই দল
00:00
Video thumbnail
Abhishek Banerjee | শপথ নিয়ে কী বললেন অভিষেক? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Saumitra Khan | হাজিরা না দিলে গ্রেফতার ! মহাসঙ্কটে সৌমিত্র খাঁ
00:00
Video thumbnail
INDIA | স্পিকার নিয়ে জরুরি বৈঠকে INDIA, তৃণমূল কি আছে বৈঠকে ?
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | সংবিধান, সহমত এবং আমাদের পরধান সেভক, চওকিদার
00:00
Video thumbnail
আজকে (Aajke) | ভারত সরকার কি পশ্চিমবঙ্গকে জল না দিয়ে শুকিয়ে মারতে চায়?
00:00
Video thumbnail
Deputy Speaker | কে হবেন ডেপুটি স্পিকার, দেখে নিন বিরাট আপডেট
00:00