ফুলের মত ছোট্ট একটা শিশু নাম তার অদ্রিজ। শ্যামবাজারে থাকা এই ছোট্ট ছেলেটির শরীরে মারণ রোগ ব্লাড ক্যান্সার। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট না করালে অকালেই হয়তো শেষ হয়ে যাবে ফুটফুটে একটা জীবন। চিকিৎসার জন্য প্রয়োজন ৫০ লক্ষ টাকা। তাকে ভর্তি করা হল টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ হসপিটালে। কিন্তু এত টাকা কোথায় পাবেন তা ভেবেই দিশেহারা বাবা-মা।
এরমধ্যেই পরিচিতর মুখে ছোট্ট অদ্রিজ এর অসুখের খবর জানতে পারেন টলিউডের প্রযোজক রক্তিম । এক বছর দু মাস বয়সের একটি শিশুকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে দায়িত্ব নেন তিনি। উদ্যোগী হন অদ্রিজা চিকিৎসা শুরু করার।করোনা মহামারীতে যখন বহু মানুষ কাজ হারাচ্ছেন সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন কাজ করছেন রক্তিম। পরিস্থিতি কঠিন হলেও কাজ হারাতে যেন না হয় কোন মানুষকে। এভাবেই মানুষের দুঃসময়ে পাশে থাকতে চান প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়।
শিশু অদ্রিজের চিকিৎসার সাহায্যে টলি প্রডিউসার
Follow Us :