১২দিনের পুত্র সন্তানের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। খুদে এই রাজপুত্র যেদিন পা রেখেছিলেন বাড়িতে সেদিন নানা রঙের কেক কেটে পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও তার স্বামী শিলাদিত্য। সদ্যজাতর নাম ‘দেবযান’। ছবিতে দেখা যাচ্ছে শ্রেয়ার করলে সদ্যোজাত। পাশে দাড়িয়ে রয়েছে স্বামী শিলদিত্য। আবেগঘন ক্যাপশনে গায়িকা লিখেছেন,”আমাদের জীবন বদলে দিয়েছে ও। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের কৃতজ্ঞ। পুরোটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগছে।”
Html code here! Replace this with any non empty text and that's it.