সুন্দরবনঃ একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হল সুন্দরবনে। আজ রবিবার সকালে ১১-১২ বছরের একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাঘকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনকর্মীরা। বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হয় বনকর্মীদের। সঙ্গে সঙ্গে তাকে পানীয় জল ও খাবার দেওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু বাঘটি তা খেতে অক্ষম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে আসার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু পথেই মৃত্যু হয় বাঘটির। ঘূর্ণিঝড় যশের ফলে প্রবল জলস্ফিতি হয় সুন্দরবনে। এর ফলে জঙ্গলের বিভিন্ন প্রান্তে জল উঠে যায়। বহু বন্য জন্তু সেই সময় জঙ্গল থেকে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঝড়ের দিনই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমিরকে উদ্ধার করা হয়। তবে বাঘের খবর সেভাবে পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে এই বাঘটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুর খবর পাওয়ায় সকলেই মুষড়ে পড়েছেন। নোনা জলের দাপটে বাঘটি অসুস্থ হয়ে পড়ে বলেই প্রাথমিক অনুমান বন দফতরের।
Html code here! Replace this with any non empty text and that's it.