Monday, July 1, 2024

HomeCurrent Newsকাজের খোঁজে প্রতিবেশী দেশে ঢুকতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

কাজের খোঁজে প্রতিবেশী দেশে ঢুকতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

Follow Us :

বসিরহাট: কাজের খোঁজে দেশ ছেড়েছেন। রাতের অন্ধকারে লুকিয়ে ঢুকতে চেয়েছিলেন পড়শি দেশ ভারতে। সীমান্তরক্ষীর হাতে গ্রেফতার বাংলাদেশি দম্পতি।

ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা স্বরূপনগর থানা ভারত-বাংলাদেশ বিথারী সীমান্তে। সোমবার ভোররাতে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশি দম্পতি ভারতে ঢুকছিল। সেই সময় ১১২,নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে যায় তাঁরা।

আরও পড়ুন – স্ট্যাচু অফ ইউনিটি সহ দেশের বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল

ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ফলে অবৈধভাবে এদেশে ঢোকার কারণে আটক করা হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ করার পর ওই দম্পতি জানিয়েছে, তাঁদের বাড়ি বাংলাদেশ গোপালগঞ্জ জেলার শ্রীপুরে গ্রামে। তাঁরা বলেন, বাংলাদেশে করোনার জের। লকডাউনে কাজ হারিয়ে কাজের সন্ধানে কাঁটাতার পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতে প্রবেশ করেছিলেন।

ধৃত বাংলাদেশি দম্পতিকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয়া হয়। ধৃত বাংলাদেশি দম্পতিকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুন – মানবাজারের মহকুমা শাসককে খুনের হুমকি, মাওবাদীদের পোস্টারকে ঘিরে শোরগোল

ক্রমশই বাড়ছে অবৈধ ভাবে ভারতে ঢোকার হিড়িক। গত তিন দিনে  বিএসএফ ও পুলিশের হাতে প্রায় ২০ জন বাংলাদেশি আটক হয়েছে।

 

 

RELATED ARTICLES

Most Popular