কলকাতা : দুপুরেই নামল আধার। প্রবল বৃষ্টি , সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত। এ যেন এক অজানা শহর। চারিদিকে রাস্তায় আলো জ্বালিয়ে চলছে যানবাহন। দেখে মনে হবে না জুলাই মাসের বিকেল ৩টে। কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলায় চলল ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সকাল থেকেই ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। রীতিমতো কাহিল হয়ে পড়েছিল শহরবাসী। অফিস বা কাজে বেরিয়ে ঘামতে হচ্ছিল সবাইকে । আর দুপুরের পরেই নামলো স্বস্তির বৃষ্টি। কিন্তু ঘন মেঘের দাপট এত বেশি ছিল যে চেনা শহরটাই দুপুরে কেমন যেন অচেনা বোধ করেন অনেকেই। চারদিকে রীতিমতো রাতের অন্ধকার নেমে আসে। ঘনঘন বজ্রপাতে ভয় পেয়ে যান অনেকেই। তবে সবশেষে স্বস্তির বৃষ্টির ফলে খুশি শহরবাসীর।
Html code here! Replace this with any non empty text and that's it.