skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsCalcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মামলা

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মামলা

Follow Us :

কলকাতাঃ  কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে  বেআইনিভাবে দ্বিতীয় ভাবে উপাচার্য করা হয়েছে বলে অভিযোগ উঠল। এ ব্যপারে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। আগামিকাল, মঙ্গলবার এই মামলার ফের শুনানি।

আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, ২০১৭ সালে ২৮ অগাস্ট  সোনালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ২০২১-এর ২৮ অগাস্ট তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁকে ৩মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল। এরপর আচার্য কলকাতা  বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের জন্য রাজ্য শিক্ষা দফতরকে চিঠি দেন।

ওই আইনজীবী জানান, কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তাঁকে নতুন করে ফের উপাচার্য পদে নিয়োগ করেন। এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনকে আগ্রাহ্য করে তাঁকে নিয়োগ করা হয়েছে। এই ইস্যুতেই আদালতে মামলা হয়েছে।

আরও পড়ুন Agnipath: বিরোধীদের ভারত বনধে কোথায়, কী ঘটল

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষকতা যোগ্যতা না থাকা সত্ত্বেও শাসকদল সোনালিকে বেআইনিভাবে উপাচার্য পদে নিয়োগ করেছে। তিনি রাজ্যপাল তথা আচার্যের কাছেও এ ব্যপারে লিখিত অভিযোগ জানিয়েছেন।

 

 

RELATED ARTICLES

Most Popular