করোনা সঙ্কটে দেশে একের পর এক প্রান ফিরিয়েছে অক্সিজেন।কিন্তু এবার ছবিটা উল্টো। শনিবার অক্সিজেন কনসেনট্রেটরে বিস্ফোরণে প্রান গেল এক মহিলার।রাজস্থানের গঙ্গাপুরে ঘটেছে ঘটনাটি। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলার স্বামী সুলতান সিং। গঙ্গাপুরে উদয় মোড় অঞ্চলের বাসিন্দা তিনি ।
আরও পড়ুন বিভ্রান্তি দূর করতে পর্যটকদের জন্য জারি হচ্ছে নতুন নির্দেশিকা
মাস দুয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সুলতান । তাঁর দেখাশুনো করছিলেন সন্তোষ মিনা। রোজকারের মতো শনিবারও একইভাবে অক্সিজেন সিলিন্ডারের সুইচ অন করতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের বিকট শব্দে ছুটে আসেন এলাকাবাসীরা। অক্সিজেন কনসেনট্রেটর ফেটে যাওয়ায় সারা ঘরে ছড়িয়ে পরে অক্সিজেন গ্যাস। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ঘর থেকে সুলতান ও সন্তোষকে বের করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সন্তোষ মিনার। আপাতত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুলতান সিং।
আরও পড়ুন সেক্স করলেই ভাঙবে খাট, অলিম্পিকে করোনা ঠেকাতে ভিলেজে কার্ডবোর্ডের বিছানা
এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। তাঁদের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই অক্সিজেন কনসেনট্রেটরটি চিনে তৈরি হয়েছিল।ইতিমধ্যেই অক্সিজেন সিলিন্ডারের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, এর আগেও এপ্রিল মাসে মহারাষ্ট্রের নাসিকেই জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। যার ফলে ওই ওয়ার্ডে কমপক্ষে ২২ জন রোগীর মৃত্যু হয়। এই বিষয় জেলাশাসক জানান, ওই ‘হাসপাতালে প্রায় ৩০ মিনিট অক্সিজেন পরিষেবা ছিল।যার জন্যই রোগীরা প্রাণ হারিয়েছিলেন’।
আরও পড়ুন ভোটের আগে দলবদল, নন্দীগ্রামে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ২০০ পরিবার