skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsযশের পর রাজ্যকে কোনও টাকা দেয়নি কেন্দ্র: মমতা

যশের পর রাজ্যকে কোনও টাকা দেয়নি কেন্দ্র: মমতা

Follow Us :

ক্ষতিপূরণ নিয়ে ফের সরাসরি সঙ্ঘাতে কেন্দ্র এবং রাজ্য। বৃহস্পতিবার ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে সর্ব হন তিনি। মমতা বলেন, ইয়াসের পরে রাজ্যকে কোনও টাকা দেয়নি কেন্দ্র। উল্লেখ্য,ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার আগেই ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বরাদ্দের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।

এমনকী, ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বরাদ্দ নিয়ে বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মতো উপকূলবর্তী রাজ্যগুলির জন্য যেখানে ক্ষতিপূরণ বাবদ ৬০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেন্দ্র, সেখানে বাংলার জন্য মোটে ৪০০ কোটি। মমতার দাবি, ওই দুই রাজ্যের তুলনায় বাংলার আয়তন এবং জনঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও বাংলাকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular