পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খাদ্য বিভাগের অফিস। আর সেখানেই স্তূপাকৃত শয়ে শয়ে দরখাস্তের ছবি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিন্তু কেন? কিসের দরখাস্ত? কেন এভাবে পড়ে আছে তা মাটিতে? তা জানতে গিয়েই চক্ষু ছানাবড়া। রোদে-জলে পুড়ছে সেসব কাগজ। অফিসের ছাদে যা পড়ে আছে অবহেলায়। একইসঙ্গে বিভিন্ন জায়গায় পড়ে আছে অফিসের নানা ধরনের ফাইল। যা রীতিমতো সাড়া ফেলেছে গোটা এলাকায়। কারণ খাদ্য বিভাগের ছাদের ওপর জমা এই কাগজগুলি কোনও সাধারণ কাগজ নয়। সরকারি চাকরির আবেদনপত্র। কাজেই সেইগুলোর এই অবস্থা দেখে প্রশ্ন উঠছে জনসাধারণের মধ্যে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা মুহূর্তেই বিতর্কের ঝড় তুলেছে। ঘটনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
আরও পড়ুন আবার হাসপাতালে ভর্তি দিলীপ কুমার।
আরও পড়ুন অনুষ্কার ম্যাটারনিটি ওয়ারড্রোব নিলামে
খাদ্য বিভাগের অফিসে ছাদের এক কোনে স্তূপকার ভাবে পড়ে থাকা এই আবেদনপত্রগুলি নিয়ে অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষেরাও। তাঁদের বক্তব্য, আবেদনপত্রগুলিকে যথার্থ মর্যাদা না দিয়ে, গুছিয়ে না রেখে, তা এভাবে খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে। ভবিষ্যতে কোনও কারণে তা প্রয়োজন হলে, তা আর পাওয়া যাবে না। কারণ রোদে-জলে তা একপ্রকার নষ্ট হয়ে গিয়েছে। কাজেই এলাকাবাসীরা প্রশ্ন তুলছেন আবেদনকারীদের চাকরি পাওয়া নিয়ে।
আরও পড়ুন মিমির খোলা চিঠি
এই অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন ফুড ইন্সপেক্টর বিধান চন্দ্র বাগচী। তিনি জানিয়েছেন, ‘এগুলো সবই পুরানো কাগজ। কাগজের মধ্যেকার সকল তথ্য এন্ট্রি করার পর, বান্ডিল করে তা ফেলে দেওয়া হয়েছে। সুতরাং সাধারণের ভয়ের কোনও কারণ নেই।’
আরও পড়ুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা