skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsদিনে দুপুরে গাছ চুরি ,আটক ১

দিনে দুপুরে গাছ চুরি ,আটক ১

Follow Us :

দিনে দুপুরে গাছ চুরির চেষ্টা। গ্রামবাসীদের হাতে আটক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের হাড়োয়া গ্রামপঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে। প্রসঙ্গত, হাড়োয়া বেড়াচাঁপা রোড ধরে পরিবেশ বাঁচাতে সরকারের পক্ষ থেকে গাছ লাগানো হয়েছিল। সেই গাছ গুলি এখন বড় হয়েছে।  ফলে এক শ্রেণির মানুষ ক্রমাগত এই গাছ চুরির মতন অসাধু কাজকর্ম করেই চলেছে। তাদের বার বার বলেও সচেতন  করা যাচ্ছে না। আর যার কারণেই প্রতিদিন ঘটে চলেছে এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

অভিযোগ, সোমবার রাস্তার ধারের গাছটি কেটে বিক্রি করারই চেষ্টায় ছিলেন ওই ব্যক্ত । জানা যায় গাছটির নাম আকাশমনি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।  তবে গাছ কাটার পরেই শোরগোল পরে যায় এলাকায়। ফলে গ্রামবাসীরা ঘটনাটি জেনে ফেলায় হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। এর পরেই ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।  গাছ চুরির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular