কলকাতাঃ কলকাতায় পারদ পতন। স্বাভাবিকের তুলনায় কমল তাপমাত্রা। যার জেরে মাঝ নভেম্বর থেকেই রাজ্যে শীতের আমেজ শুরু। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও কমবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতায় কমতে পারে ৪ ডিগ্রি তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে আগেই বলা হয়েছিল মাঝ নভেম্বর থেকে রাজ্যে শীতের আমেজ অনুভূত হতে পারে। যদিও নভেম্বরের প্রথম থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সকালে কুয়াশা এবং রাতের দিকে ধোঁয়াশার দেখা মিলছে। বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা।
আরও পড়ুন: সাতসকালে অশোকনগর স্টেশনে অবরোধ, বিপর্যস্ত বনগাঁ শাখা
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে বতাসে জলীয় বাষ্পের আনাগোনা বন্ধ হয়েছে, যার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে সক্ষম হয়েছে। উইকেন্ডের আগেই রাজ্যে হাওয়া বদল। আলিপুর সূত্রে জানানও হয়েছে, শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.২ ডিগ্রি কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম।
তবে সকালে শীতের শিরশিরানি ভাব পাওয়া গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম। আবার রাতের দিকে ধোঁয়াশার জেরে শীতের আমেজ অনুভূত করতে পারছে রাজ্যের মানুষ। আশা করা যায়, ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
দেখুন অন্য খবর