ধারাবাহিকতা হারিয়ে গেছে। পরপর দুটি ম্যাচ হেরে বসে আছে। প্রথমে আর ইংল্যান্ডের কাছে। তারপর ২৭৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার কাছে হার। ভারতের প্রমীলা দল বেজায় কোনঠাসা। মঙ্গলবার মানসিকভাবে চাঙ্গা বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে নামতে চলেছে মিতালী রাজের ভারত। এই ম্যাচ জিতে পরের ম্যাচের দিকে তাকাতে হবে ভারতকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটাররা ২৭৮ রান সাজিয়ে দিলেও ভারতের ঝুলনবাহিনীরা পারেনি বিপক্ষের ব্যাটারদের রুখতে।শুরু থেকে অজি ব্যাটাররা রানের পিছনে পিছনে ছুটেছে। এই ম্যাচে একজন বোলার দীপ্তি শর্মাকে সরিয়ে বাড়তি ব্যাটার শেফালী ভার্মাকে খেলানো হয়েছিল।তাতে লাভ হয়নি।
ব্যাটার হয়ে হরমনপ্রীত কৌর ম্যাচ খেলে চললেও তাঁকে অফ স্পিনারের ভূমিকায় দেখা যায়নি।
এখন দেখার মঙ্গলবারের ম্যাচে শেফালীকে নিয়েই খেলতে নামে, নাকি অস্তিকা ভাটিয়াকে দলে ফিরিয়ে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করতে পাঠানো হয় কিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ম্যাচটিতে একটা ভালো দিক ছিল। দলের নেত্রী মিতালী রাজ রানের ছন্দে ফিরে এসেছেন। এখন দরকার, স্মৃতির বড় রানের ইনিংস।
⏰ ???? ??? ??? ???? ?????? ????
It's Match Day tomorrow as #TeamIndia take on Bangladesh at the Seddon Park, Hamilton in their 6⃣th game of the #CWC22 . ?? #INDvBAN
Get ready & cheer for India! ? ? pic.twitter.com/QypOeD5ziP
— BCCI Women (@BCCIWomen) March 21, 2022
একজোট হয়ে সেরা খেলাটা এখনও মাঠে উপহার দিতে পারেনি টিম ইন্ডিয়ার প্রমীলা দল। বাংলাদেশের বিপক্ষে যা করে দেখাতে মরিয়া ভারত। বাংলাদেশ এই প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে নেমেছে। এবং যথেষ্ট সাড়া জাগিয়েছে।
ভারতীয় দলের অলরাউন্ডার স্নেহ রানা এই ম্যাচ নিয়ে বলেছেন,‘দলের সকলে দারুণ পজিটিভ। একটি ম্যাচ হারলে দলের মানসিকতায় ধাক্কা লাগে। কিন্তু আমাদের দলের সকলে এককাট্টা। ম্যাচ জেতার জন্য নামছি আমরা। নেট রান রেটের ব্যাপারটি পরের ব্যাপার।প্রতিপক্ষ বাংলাদেশ যোগ্যতা প্রমাণ করে এখানে খেলতে এসেছে। প্রতি ম্যাচে আরও ভালো খেলে চলেছে। কাজেই বিশ্বকাপের এই ম্যাচ সহজ ম্যাচ নয়’।
#TeamIndia’s chances of qualification are up in the air!⁰⁰#Bangladesh are a threat in their maiden #WomensWorldCup campaign
⁰⁰Who will come out on top in this crunch clash? @sthalekar93 answers in the preview ahead of #INDvBAN⁰⁰#WomensCricket #CricketTwitter #WWC22 pic.twitter.com/3hGnE9HTsB
— Cricbuzz (@cricbuzz) March 20, 2022
বাংলাদেশ যে চারটি ম্যাচ খেলেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই করে গেছে। আর পাকিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়িকা নিগার সুলতানা বলেছেন, ‘যত ম্যাচ খেলা যাবে, তত আমরা আরও শক্তিশালী হবে’। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪১ রান তাড়া করে ম্যাচ জিতে নিতে পারেনি। কিন্তু বোলিং ক্ষমতা দিয়ে চমক সৃষ্টি করেছে।
ছবি: সৌ টুইটার।