skip to content
Thursday, May 1, 2025
Homeজেলার খবরট্রাকের ধাক্কায় মৃত্যু ১,আহত ১

ট্রাকের ধাক্কায় মৃত্যু ১,আহত ১

Follow Us :

রবিবার সকালে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পথচারীর৷ মৃতের নাম পিয়ার রসুল মোল্লা(৭৬)৷ পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শংকরপুরের গ্রামের বাসিন্দা৷

এ দিন তিনি নিজের বাড়ি থেকে হাড়োয়ার দিকে আসছিলেন। এমন সময় হাড়োয়া ব্রিজের ওপরে ধান বোঝাই ট্রাক পিয়ার রসুল মোল্লার পিছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে এই ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, চালক-সহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular